মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফের হইচই ফেলে দিয়েছেন রাণু মণ্ডল। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। কদিন আগেও আলুথালু বেশে রাণাঘাট স্টেশনে ভিক্ষে করে দিন গুজরান করা রাণু এবার কমপ্লিট মেকওভার করেছেন। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় হাসির হররা।

এটা পরিষ্কার, রাণুর মেকওভার বিশেষ ঠিকঠাক হয়নি। তাঁর ত্বকের আসল রং গোপন করতে গিয়ে মুখে বাড়াবাড়ি রকমের রঙের পোঁচ লাগানো হয়েছে। দেখুন তাঁর ছবি



ব্যস, সোশ্যাল মিডিয়া টেনে এনেছে দ্য নান, জোকার ও গেম অফ থ্রোনস-এর প্রসঙ্গ।






আবার কেউ কেউ দাঁড়িয়েছেন রাণুর পাশে।




রাণাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান এক পেয়ার কা নাগমা হ্যায় গেয়ে আলোড়ন ফেলে দেন রাণু। ইন্টারনেটে তাঁর গান ভাইরাল হয়ে যায়। হিমেশ রেশমিয়া তাঁর আগামী ছবি হ্যাপি হার্ডি অ্যান্ড হীর-এ গান গাওয়ার সুযোগ দেন তাঁকে। আসতে পারে তাঁর বায়োপিকও।