ক্যান্ডি: ১৯৩২ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে ভারত। তবে এখনও পর্যন্ত কোনওদিন বিদেশের মাটিতে টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারেনি ভারতীয় দল। এবার সেই সুযোগ বিরাট কোহলির দলের সামনে। কাল থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়বে ভারত। সেই লক্ষ্যেই সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামছেন বিরাটরা।
গলে সিরিজের প্রথম ম্যাচে ৩০৪ রানে জয় পেয়েছে ভারত। কলম্বোয় দ্বিতীয় টেস্টে জয় এসেছে ইনিংস ও ৫৩ রানে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।
আইসিসি নির্বাসিত করায় এই টেস্টে খেলতে পারবেন না ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তবে তাতে ভারতের বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কারণ, চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব তৈরি আছেন। সম্ভবত তিনিই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন। হার্দিক পাণ্ড্যর বদলে দলে আসতে পারেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের আগে পিচ দেখে মনে হচ্ছে পেসাররা সাহায্য পেতে পারেন। সেই কারণেই তিন পেসার নিয়ে খেলতে নামার কথা ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং বিভাগে অবশ্য বদল হওয়ার সম্ভাবনা নেই।
প্রথমবার বিদেশে হোয়াইটওয়াশের হাতছানি, ইতিহাস গড়ার লক্ষ্যে কাল তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2017 05:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -