নয়াদিল্লি: বিয়েবাড়ির শোভাযাত্রায় আনন্দ করার জন্য যদি কেউ গুলি চালায় এবং সেই গুলিতে কেউ আহত বা নিহত হন, তাহলে কি বরপক্ষ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে? দিল্লি হাইকোর্টে একটি মামলায় এই প্রশ্নই উঠল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লি সরকার এবং দিল্লির পুলিশ কমিশনারের জবাব চেয়েছে আদালত।

গত বছরের ১৬ এপ্রিল একটি বিয়েবাড়ির শোভাযাত্রায় গুলিতে একটি মেয়ের মৃত্যু হয়। ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন তার বাবা শ্যামসুন্দর কৌশল। তাঁর অভিযোগ, বরযাত্রীর দলে থাকা এক ব্যক্তি যখন শূন্যে গুলি চালাচ্ছিলেন, তখন তাঁকে কেউ বাধা দেয়নি। বরপক্ষের বেপরোয়া মনোভাব এবং অবহেলার জন্যই মেয়ের মৃত্যু হয়েছে।

শ্যামসুন্দরের আইনজীবী আকাশ বাজপেয়ী বলেছেন, ওই মেয়েটি নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিয়েবাড়ির শোভাযাত্রা দেখছিল। সেই সময়ই তার গায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে। কিন্তু তিন দিন পরে তার মৃত্যু হয়। বরপক্ষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন শ্যামসুন্দর। এছাড়া দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার এবং পুলিশের কাছ থেকেও ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিয়েবাড়িতে গুলি চালানো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আকাশ। ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সরকার, পুলিশ এবং অভিযুক্ত বরপক্ষকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।