মুম্বই: রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final) বিদর্ভের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই (Mumbai)। ম্য়াচে প্রথমে ব্য়াট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বই ২২৪ রানে অল আউট হয়ে গেল। জবাবে বিদর্ভ ব্যাট করতে নেমে মাত্র ৩১ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসে আছে। ফাইনালেও রান পেলেন না মুম্বইয়ের অধিনায়ক অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। রান পেলেন না শ্রেয়স আইয়ার। অন্যদিকে ব্যাট হাতে ঝোড়াে অর্ধশতরান হাঁকালেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিদর্ভের অধিনায়ক অক্ষয় ওয়াদকর। মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন পৃথ্বী শ ও লালওয়ানি। পৃথ্বী ভাল শুরু করেছিলেন। ৪৬ রানের ইনিংস খেলেন। লালওয়ানি ৩৭ রান করেন। মুসির খান ৬ রান করেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৭ রান করে আউট হন। গোটা রঞ্জিতে একটিমাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ে রঞ্জি ফাইনালে খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু এখানও রান পেলেন না তিনি। লোয়ার অর্ডারে মুম্বইয়ের হয়ে লড়াই করলেন শার্দুল ঠাকুর। ৬৯ বলে ৭৫ রানের ইনিংস খেললেন ডানহাতি অলরাউন্ডার। বিদর্ভের হয়ে তিনটি করে উইকেট নেন যশ ঠাকুর এবং হর্ষ দুবে। দু’টি উইকেট নেন উমেশ যাদব। একটি উইকেট নেন আদিত্য ঠাকরে।