কটক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং ভরাডুবির মধ্যে পড়তে হয়েছে টিম ইন্ডিয়া। একমাত্র শ্রেয়স আইয়ার ও লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক ছাড়া কোনও ব্যাটারই বড় রান পাননি। প্রথম ম্যাচে যেখানে দুশোর ওপর রান তুলে নিয়েছিল ভারত। সেখানে কটকে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানই বোর্ডে তুলতে পেরেছিল পন্থের দল। যার পরিণাম, হেসেখেলে দ্বিতীয় ম্যাচও জিতে গিয়েছে প্রোটিয়া বাহিনী। যদিও ভারতীয় দলের তারকা ব্য়াটার শ্রেয়স আইয়ার বলছেন যে উইকেট হারালেও আক্রমণাত্মক মেজাজেই যে ছেলেরা খেলবে, তা আগে থেকেই ঠিক ছিল।


কী বলছেন শ্রেয়স?


ম্যাচর পর সাংবাদিক বৈঠকে এসে শ্রেয়স বলেন, ''আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য গোটা দলটাকে তৈরি হতে হবে। এখন এই ম্যাচগুলো আমাদের কাছে অনেকটা প্রস্তুতি পর্বের মত। এখানে ভুল হবে, আবার সেই ভুল থেকে শিক্ষাও নিতে হবে। কিন্তু ব্যর্থতা থেকে আমরা নেতিবাচক কিছু ভাবছি না। প্রত্যেকে মানসিকভাবে ভীষণ হাল্কা। কোনও চাপ নেই। টিম মিটিংয়ে অনেক প্ল্যান আমরা করে থাকি। সেগুলো মাঠে প্রয়োগের ক্ষেত্রে কখনও তা সফল হয়, কখনও আবার বিফলে যায়। কিন্তু তা নিয়ে আমরা চাপ নিচ্ছি না। আমাদের প্রত্যেকের মাথাতেই ছিল যে উইকেট পড়লেও চালিয়ে খেলতে হবে। আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। বড় রান বোর্ডে তোলাই একমাত্র লক্ষ্য ছিল। তবে এদিনের ম্যাচর ভুল থেকেও আমরা শিক্ষা নিয়েছি।''


শ্রেস আরও বলেন, ''আমি ভেবেছিলাম যে ১১-১৫ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারলে রান আসবে। ১৬০ স্কোরবোর্ডে তোলা উচিত ছিল আমাদের। ওই লক্ষ্যই ছিল। কিন্তু শেষ পর্যন্ত ১২ রান কম হয়ে গেল।''


রবিবার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত, তখন ৩৫ বলে ৪০ রান করেছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শ্রেয়সই রবিবার ভারতের সর্বোচ্চ স্কোরার।


শ্রেয়সের ইনিংসের পরেও একটা সময় যখন ভারতের স্কোর ১১২/৬, এবং হাতে পড়ে মাত্র ১৮ বল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, বড় স্কোর করতে পারবে না ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ডিকে। ২১ বলে ৩০ রান করে অপরাজিত রইলেন তিনি। তাঁর জন্যই ২০ ওভারের শেষে ভারতের স্কোর পৌঁছয় ১৪৮/৬। ১০ বল বাকি থাকতে যে রান তুলে নেয় প্রোটিয়া বাহিনী।


আরও পড়ুন: কটকে খেলা দেখতে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ