আমদাবাদ: স্বপ্নের ফর্মে শুভমন গিল। চলতি বছরে নিজের ৬ নম্বর সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন তিনি। আইপিএলে নিজের প্রথম শতরানও এল। তবে এরই ফাঁকে এক অনন্য নজিরও গড়ে ফেললেন গুজরাত টাইটান্সের ওপেনার। ভেঙে ফেললেন ২০১০ সালে সচিন তেন্ডুলকরের করা রেকর্ড। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন গিল। যা আইপিএলের ইতিহাসে ছক্কা ব্যতীত কোনও ব্য়াটারের দ্রুততম অর্ধশতরান। এর আগে ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ২৩ বলে অর্ধশতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। যা এতদিন ছক্কা ছাড়া হাঁকানো দ্রুততম হাফ সেঞ্চুরি ছিল কোনও ব্য়াটারের। সচিনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে তা নিজের দখলে করে ফেললেন গিল। আমদাবাদে গতকাল মাত্র ৫৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান এই ২৩ বছরের এই তরুণ। চলতি আইপিএলে পাঁচশো রানের বেঞ্চমার্ক টপকে গিয়েছে গিল। একই সঙ্গে গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ব্য়াটার হিসেবে আইপিএলে ১ হাজার রানও পূরণ করে ফেললেন। আইপিএলের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে এই ফর্ম যদি বজায় থাকে শুভমনের, তবে রোহিতের মুখের হাসি যেমন চওড়া হবে, তেমনই কামিন্স, হ্যাজেলউডদের কপালে কিন্তু দুঃখ আছে।
চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে হায়দরাবাদে একটি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন গিল। ১৪৯ বলে সেই ইনিংস খেলেছিলেন ডানহাতি তরুণ ব্যাটার। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। সেই ম্যাচে ৯৯ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন পাঞ্জাবের তরুণ।
চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। সেই ম্যাচে ১২৮ রান করেছিলেন গিল। এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৫৭৬ রান ঝুলিতে পুরেছেন তিনি। অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সামনে শুধু ফাফ ডু প্লেসি।
প্লে অফে গুজরাত
একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।