সিডনি: আইপিএলে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিতেছেন। টুর্নামেন্টের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান এখন শুভমন গিলের (Subhman Gill) ঝুলিতে। এবার তরুণ এই ডানহাতি ওপেনারের প্রশংসা শোনা গেল রিকি পন্টিংয়ের (Rickey Ponting) মুখে। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার হিসেবে গত আইপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। আবার পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেডকোচ ছিলেন। সামনে থেকে দেখেছেন তরুণ ভারতীয় ব্যাটারের বিধ্বংসী ব্য়াটিং। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন গিল। রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। আর তার আগেই গিলের প্রশংসা করে পন্টিং বলছেন, ''দারুণ একটা তরুণ প্রতিভা শুভমন গিল। ওর নিজস্ব একটা স্টাইল রয়েছে। ফর্মেও রয়েছে গিল। এছাড়াও অসাধারণ দৃষ্টিনন্দন ব্যাটিং করে ও।''
২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''শর্ট বলের বিরুদ্ধে গিলের ব্য়াটিং এক কথায় অনবদ্য। ফ্রন্ট ফুটে যেভাবে পুল শট খেলে, তাও দুর্দান্ত। অজি অ্য়াটাকের বিরুদ্ধেও এমন শট দেখতে পাব বলেই আশা রাখি।''
আসন্ন সপ্তাহেই শুরু হতে চলেছে টেস্টের সেরা হওয়ার লড়াই। দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।
বিরাট রেকর্ডের হাতছানি
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলি। প্রায়শই তিনি রেকর্ড ভাঙেন, গড়েন। ওভালেও তেমনই এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে 'কিংগ কোহলি'র সামনে। কোহলি যদি ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আরও ১০৪ রান করতে পারেন, তাহলে তিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে (ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। কোহলি এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছয় ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন। ওভালে আর ১০৪ রান করলেই কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঙ্গাকারা একাধিক ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তিনিই এখনও পর্যন্ত আইসিসির ফাইনালে সাত ইনিংসে মোট ৩২০ রান করেছেন। কোহলির সামনে কিন্তু সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে।