নয়াদিল্লি: শ্রেয়স আইয়ারের চোট তাঁর সামনে বিরাট দায়িত্ব এনে হাজির করেছিল গত আইপিএলে (IPL)। পিঠের চোটে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। আর কেকেআরের নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছিল তাঁর কাঁধে। দলকে প্লে অফে তুলতে না পারলেও, নীতীশ রানার (Nitish Rana) নেতৃত্ব প্রশংসিত হয়েছিল সর্বত্র।
সেই নীতীশ বুধবার ৩০ বছর পূর্ণ করলেন। সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসলেন কেকেআর তারকা। দিল্লির ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন শুভমন গিলের বোন শাহনিল গিল (Shahneel Gill)। ২৭ ডিসেম্বর জীবনের আর এক বসন্ত পার করলেন দিল্লির ক্রিকেটার।কেকেআর তারকার সঙ্গে সেলফি পোস্ট করলেন শুভমনের বোন।
ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন নীতীশ। তবে আইপিএলে অভিষেক শাহরুখ খান-জুহি চাওলার দলের হয়ে নয়, বরং প্রথমে তিনি খেলতেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। মুম্বইয়ের হয়েই আইপিএলে অভিষেক হয়। ২০১৬ ও ২০১৭ পরপর দুই মরশুম মুম্বইয়ের হয়ে খেলার পর যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। ২০১৮ সাল থেকে কেকেআরের সঙ্গে রয়েছেন নীতীশ।
তবে এবার তিনি আর অধিনায়ক নন। শ্রেয়স এখন ফিট। তিনিই আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্বব দেবেন। আর নীতীশকে করা হয়েছে সহ অধিনায়ক। তবে নাইট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ নীতীশ। দিল্লির হয়ে তাঁর উত্থানের নেপথ্যে ছিল গৌতম গম্ভীরের ভূমিকা। সেই গম্ভীর এবার কেকেআরের মেন্টর হয়ে ফিরেছেন। স্বাভাবিকভাবেই তিনি নীতীশকে চেনেন হাতের তালুর মতো। কেকেআরের আইপিএল অভিযানে নীতীশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক করে রেখেছেন গম্ভীর, বলার অপেক্ষা রাখে না।
গম্ভীরকে মেন্টর হিসেবে পেয়ে উচ্ছ্বসিত নীতীশ। বলেছেন, "ছোটবেলায় যখন ক্রিকেট দেখা শুরু করি, তখন ভাবতেই পারিনি যে, এই দিনটা আসবে। আমার আদর্শের সঙ্গে এক জার্সি পরে মাঠে ভাগ করে নেওয়ার সুযোগ পাব।" নীতীশ যোগ করেন, "ওঁকে মেন্টর হিসাবে পাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ওঁর নেতৃত্বেই সাফল্য পেয়েছিল কেকেআর। ওঁর ছত্রছায়ায় থাকার জন্য মুখিয়ে আছি। একটা সুন্দর সফরের শুরু হতে চলেছে। বেগুনি জার্সিতে নিজেকে উজাড় করে দেব।"
আরও পড়ুন: রঞ্জিতে মনোজই থাকছেন অধিনায়ক, টুর্নামেন্ট শুরুর আগে শাহবাজের চোট নিয়ে উদ্বেগে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে