নয়াদিল্লি: চেতেশ্বর পূজারা, ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের এ মরসুমে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম। তারকা ভারতীয় ওপেনার শুভমন গিলও (Shubman Gill) এবার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার উদ্দেশে রওনা দিচ্ছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ চার ম্যাচ খেলবেন গিল। কিন্তু কোন দলের হয়ে সই করলেন গিল?
সৌরভ, শাস্ত্রীর প্রাক্তন দলে যোগ
গিলকে কাউন্টি মরসুমের শেষ চার ম্যাচের জন্য সই করিয়েছে গ্ল্যামোর্গান (Glamorgan)। ওয়েলশের এই কাউন্টি দলের হয়ে তৃতীয় ভারতীয় হিসাবে মাঠে নামবেন গিল। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রবি শাস্ত্রীও এই কাউন্টি দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছেন। এবার গিলকে সই করাল তারা। আজ, শুক্রবারই গিলকে সই করানোর কথা সরকারিভাবে জানানো হয়েছে গ্ল্যামোর্গানের তরফে। তিনি ৫ সেপ্টেম্বরে বিলেতে পৌঁছে যাবেন এবং সম্ভবত গ্ল্যামোর্গানের হয়ে উরস্টারশায়ার বিরুদ্ধেই নিজের অভিষেক ঘটাবেন। গিলের প্রথম শ্রেণির রেকর্ড বেশ ভাল। তিনি ৫৩.২৭ গড়ে মোট ২৮৭৭ রান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। রয়েছে সাতটি শতরানও।
গিলের মন্তব্য
নতুন দলের হয়ে সই করে উচ্ছ্বসিত গিল বলেন, 'গ্ল্যামোর্গান প্রমোশনের জন্য লড়াই করছে এবং আমি ওদের এই লক্ষ্যে সাহায্য করার জন্য দলে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমি বরাবরই এখানে (ইংল্যান্ড ও ওয়েলশে) খেলা উপভোগ করেছি এবং কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা লাভ এবং এর চ্যালেঞ্জগুলির সামনা সামনি হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমি গ্ল্যামোর্গান এবং বিসিসিআইকে আমায় এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। মরসুমের একটা গুরুত্বপূর্ণ সময়ে গ্ল্যামোর্গানের জার্সিতে নিজের দক্ষতা পরীক্ষা করার জন্য তর সইছে না আর।'
আরও পড়ুন: হংকংয়ের বিরুদ্ধে রাহুলের মন্থর ইনিংসের পিছনে ছিল ম্যানেজমেন্টের পরিকল্পনা?