নয়াদিল্লি: চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) দুই ম্যাচ জিতেই সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল। তবে দলের ভাল পারফরম্যান্সের মাঝেও চিন্তা বাড়াচ্ছে কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর, হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচে ৩৬ রান করেন রাহুল। তবে সেই রান করতে রাহুল ৩৯ বল খেলে ফেলেন। ব্যাটে একেবারেই ছন্দে দেখায়নি রাহুলকে। এমনকী রাহুলের রান না করার ফলে অতি আগ্রাসী ব্যাটিং করতে কার্যত বাধ্য হন রোহিত এবং এর জেরেই আউটও হন তিনি।


রাহুলের ফর্ম


ভারত জিতলেও, রাহুলের মতো তারকা ওপেনারের এহেন ফর্ম যে চিন্তার কারণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। প্রাক্তন ভারতীয় তারকা রোহন গাওস্কার (Rohan Gavaskar) মেনে নিচ্ছেন রাহুলকে হংকংয়ের বিরুদ্ধে একেবারেই ছন্দে দেখায়নি এবং এমন চলতে থাকলে, তাঁর দলে টিকে থাকা মুশকিল হবে। তিনি বলেন, 'ও অনেকদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর আবার দলে ফিরেছে। জিম্বাবোয়ে সিরিজেও তো খুব একটা সুযোগ পায়নি ও। যদি ওর ইনিংসটা দেখা হয়, তাহলে যে কেউই বলবে যে হংকংয়ের বিরুদ্ধে ৩৯ বলে ৩৬ রান খুবই মন্থর একটা ইনিংস। তবে এই ক্ষেত্রে ইনিংসটা অনেকটা ফ্রি হিট ছিল।'


ম্যানেজমেন্টের নির্দেশ


তবে জুনিয়র গাওস্করের মতে হংকংয়ের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে খুব বেশি চাপ ছিল না। তাই টিম ম্যানেজমেন্টই সম্ভবত রাহুলকে রানের দিকে বেশি মাথা না ঘামিয়ে ক্রিজে সময় কাটানোর নির্দেশ দিয়েছিল। '১০০০ বারের মধ্যে ৯৯৯ বারই ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে জিতবে। সুতরাং এই ম্যাচটাকে টিম ম্যানেজমেন্ট ওকে ফ্রি হিটের মতো নেওয়ার উপদেশ দিয়েছিল হয়তো। ক্রিজে সময় কাটিয়ে, সেট হয়ে তারপর কী হয়, তা না হয় ভাবা যাবে, হয়তো ম্যানেজমেন্টের মনোভাবটা এমনই ছিল। তবে ও যদি এমনভাবেই ব্যাট করতে থাকে, তাহলে আমার মনে হয় দলে কিছু বদল ঘটতে দেখা যেতে পারে।' অনুমান রোহনের। রবিবার (৪ সেপ্টেম্বর) নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচে কিন্তু রাহুলের ফর্মের দিকে নজর থাকবেই। 


আরও পড়ুন: বিরাট ধাক্কা, চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাডেজা, কে হলেন পরিবর্ত?