গোয়া: আইএসএলে পয়েন্ট হারিয়ে এবার রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানালেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। রেফারিং নিয়ে প্রশ্ন করতেই সবুজ-মেরুন শিবিরের হেডস্যার ইঙ্গিতপূর্ণভাবে বললেন, 'একদম চুপ!'


এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো তাঁর ক্লাবের ড্রয়ের থেকে এখন বেশি চিন্তিত দলের চোট-আঘাত সমস্যা নিয়ে। প্রায় প্রত্যেক জায়গায় কেউ না কেউ চোট পাচ্ছেন। এটাই বেশি চিন্তায় রেখেছে তাঁকে। তবে বুধবারের খেলায় দলের পারফরম্যান্সে তিনি খুশি। বুধবার রাতে ম্যাচের পরে সাংবাদিরদের প্রশ্নের উত্তরে বলেন, 'পয়েন্ট নষ্ট করে অবশ্যই হতাশ। তবে আমি বেশি ভাবছি চোট-আঘাত নিয়ে। টাঙরি, কার্ল, অমরিন্দরের চোট। অমরিন্দরের চোটটা খুবই গুরুত্বপূর্ণ।' এরপরই তিনি যোগ করেন, 'মাঝে মধ্যে একজনকে (পড়ুন রেফারিকে) দরকার হয় এদের রক্ষা করার জন্য।'


চতুর্থ হলুদ কার্ড দেখায় ওড়িশার বিরুদ্ধে শনিবার খেলতে পারবেন না হুমো বুমোস। যা নিয়ে ফেরান্দো বলেন, 'যদি হলুদ কার্ডগুলো দেখেন, অবিশ্বাস্য। চুপ করুন, এ নিয়ে আর কোনও কথা বলবেন না।'


নতুন কোচ আসার পরই ছন্দে ফিরেছে গোটা দলটাই। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্তু অল্পের জন্য সেই সুযোগ মিস করতে হল এটিকে মোহনবাগানকে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল। 


বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে এক নম্বরে ওঠার লড়াই ছিল। শুরুটা দারুণ হয়েছিল এটিকে মোহনবাগানের। ১২ সেকেন্ডে ঐতিহাসিক গোল দিয়ে দলকে এগিয়ে দেন এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। ১৮ মিনিটের মাথায় বিপক্ষের গোলকিপার অমরিন্দরের ভুলকে কাজে লাগিয়ে সমতা আনেন হায়দরাবাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচে। 


৬৪ মিনিটে আশিস রাইয়ের নিজ গোলে ফের ব্যবধান তৈরি করে সবুজ-মেরুন বাহিনী এবং স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে সিভেরিওর দুর্দান্ত গোল এটিকে মোহনবাগানের টেবল টপার হওয়ার স্বপ্ন চুরমার করে দেয়। প্রথমার্ধের শেষে বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সংঘর্ষে গুরুতর আহত হন কলকাতার দলের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে সোজা হাসপাতালে পাঠানো হয়। 


আরও পড়ুন: খেলার ১২ সেকেন্ডেই গোল উইলিয়ামসের, ভাল খেলেও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র প্রীতমদের


ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় এটিকে। বক্সের ডানদিকে ঢুকে ডেভিড ক্রস দেন কাউকোর উদ্দেশ্যে। উড়ন্ত বলে হেড করে কাউকো বলের গতিপথ বদলে দেন গোলের দিকে, যা আশিস রাইয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে হেডে হায়দরাদকে ম্যাচে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামে সিভেরিও।