মুম্বই: অস্ট্রেলিয়ার (INDW vs AUSW) বিরুদ্ধে টেস্টে অভিষেক হল রিচা ঘোষের (Richa Ghosh)। ইংল্যান্ডের (England Womens Cricket Team) বিরুদ্ধে টেস্টে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলেন পরিবর্তি ফিল্ডার হিসেবে। এবার সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হল রিচার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) ৯৪ তম প্লেয়ার হিসেবে টেস্টে ডেবিউ করলেন এই মারকুটে উইকেট কিপার ব্যাটার। এদিন টিম হাডলে টসের আগে হরমনপ্রীত কৌরের ডেপুটি স্মৃতি মন্ধানা রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল শুভা সথীশের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলি হিসেবেই এই টেস্টে অভিষেক হয় রিচার। এদিকে এদিন টস জিতলেন এলিসা হিলি। টস জিতে হরমনপ্রীত কৌরের ভারতীয় দলকে ফিল্ডিংয়ের জন্য আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন।
আজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজ খেলতেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এবার ভারতের মাটিতে পা রেখেছে। আজ থেকে শুরু হবে একটি মাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
এই টেস্ট ম্যাচের মধ্য দিয়ে এলিসা হিলি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে প্রথমবার মাঠে নামবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মেগ ল্যানিংয়ের বদলে হিলিকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। মহিলা ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টে মুখোমুখি লড়াইয়ে অজিনা মোট চারটি জয় ছিনিয়ে নিয়েছে। সেখানে ভারতীয় দল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। মোট দশটি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে, গত ম্যাচের নায়ক দীপ্তি শর্মার দিকে নজর থাকবে এই ম্যাচেও। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট ম্য়াচে একাই ৯ উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন দীপ্তি। ম্য়াচের পর কোচ অমল মজুমদার বলেন, ''অনুশীলনে প্রত্যেকেই ভীষণ সিরিয়াস থাকে। কিন্তু একজনের ফিল্ডিং নিয়ে আমরা ভীষণ সতর্ক থাকি, বিশেষ করে যখন বল থ্রো করে সে। এতটাই জোড়ে ও নিঁখুত ওর ফিল্ডিং তার কোনও তুলনা হয় না। ও হল দীপ্তি। ওর অসাধাণ ফিটনেস। দলে ওকে বেন স্টোকস বলেই ডাকা হয়।"