নয়াদিল্লি: ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এলেন রিও অলিম্পিকে রুপো জয়ী পিভি সিন্ধু। এটাই তাঁর জীবনের সেরা র‌্যাঙ্কিং। হায়দরাবাদের অপর এক তারকা শাটলার সাইনা নেহওয়াল ১০ নম্বরে আছেন।

সম্প্রতি অসাধারণ ফর্মে আছেন সিন্ধু। চিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর হংকং ওপেনেরও ফাইনালে ওঠেন এই হায়দরাবাদি শাটলার। এর ফলে তিনি ৬৮,৯৯৯ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়েছেন। সেই কারণেই তিনি দু ধাপ উঠে সাত নম্বরে আছেন। প্রথমবার দুবাই সুপার সিরিজ ফাইনাল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এই টুর্নামেন্টেও সিন্ধু ভাল ফল করবেন বলেই আশা ভারতীয় ব্যাডমিন্টন মহলের।

প্রাক্তন এক নম্বর সাইনা চোট সারিয়ে কোর্টে ফিরেছেন। তিনি ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। একধাপ উঠে তিনি এখন ১০ নম্বরে।

ভারতের পুরুষ শাটলারদের মধ্যে কিদম্বী শ্রীকান্ত একধাপ নেমে এখন ১৩ নম্বরে। হংকং ওপেনের ফাইনালে ওঠা সমীর বর্মা একলাফে ১৩ ধাপ উঠে এখন ৩০ নম্বরে। মনু আত্রি-বি সুমিত রেড্ডি জুটি এক ধাপ নেমে ২৩ নম্বরে।