নয়াদিল্লি: তিন ধাপ উঠে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পিভি সিন্ধু। এটাই তাঁর জীবনের সেরা র‌্যাঙ্কিং। আজ ব্যাডমিন্টনের বিশ্ব ফেডারেশন নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সদ্য ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়ন হওয়ার ফলেই সিন্ধু দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।


রিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু ইন্ডিয়া ওপেনের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনকে হারিয়ে রিও-র হারের বদলা নিয়েছেন। সাইনা নেহওয়ালের পর দ্বিতীয় ভারতীয় মহিলা শাটলার হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে উঠে এসেছিলেন সিন্ধু। এবার জাপানের আকানে ইয়ামুগাচিকে টপকে তিনি দ্বিতীয় স্থানে।

সাইনা ও সিন্ধু দু জনেই মালয়েশিয়া ওপেন সুপার সিরিজে প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা প্রথম দশেই আছেন। সাইনা এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে।