হায়দরাবাদ: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে রুপো জিতলেও, পিভি সিন্ধু এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারেননি বলে মনে করছেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ। তাঁর মতে, সিন্ধুর এখনও অনেক উন্নতি করা বাকি। হায়দরাবাদের এই শাটলারের বিশ্বসেরা হওয়ার মতো প্রতিভা আছে। সেই প্রতিভা এখনও পুরোপুরি বিকশিত হয়নি।
রিও থেকে দেশে ফেরার পর গোপীচাঁদ বলেছেন, ‘এখনও পর্যন্ত সিন্ধুর যে পারফরম্যান্স দেখা গিয়েছে, তা ওর প্রতিভার ঝলক মাত্র। ওর পূর্ণাঙ্গ প্রতিভা এখনও দেখা যায়নি। আমি ওকে বোঝাচ্ছি। সেরা ফর্মে আসতে ওর কিছুটা সময় লাগবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের বুঝতে হবে, সবসময় প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সিন্ধুর এখন মাত্র ২১ বছর বয়স। ও এখনও অন্তত ১০ বছর খেলবে। আমার কথা বুঝতে পারলে ও নিশ্চয়ই বিশ্বের সেরা শাটলার হয়ে যাবে।’
এবারের অলিম্পিকে সিন্ধুর পারফরম্যান্সে খুশি গোপীচাঁদ। তাঁর মতে, বড় মঞ্চে আসল সময়ে জ্বলে উঠেছেন এই শাটলার। রিওতে সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হয়েছে। ২০২০ সালে টোকিও অলিম্পিকে তাঁরা সোনা জেতার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন গোপীচাঁদ।
সিন্ধু বিশ্বসেরা শাটলার হবেন, আশায় কোচ গোপীচাঁদ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2016 11:55 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -