সিঙ্গাপুর: টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে ইতিহাস গড়ল সিঙ্গাপুর। এই প্রথম আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশকে হারাল সিঙ্গাপুর। এটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সিঙ্গাপুরের চতুর্থ জয়। ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৮। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৮১ রান করে সিঙ্গাপুর। মনপ্রীত সিংহ ও টিম ডেভিড ৪১ রান করে করেন। ওপেনার রোহন রঙ্গরাজন করেন ৩৯ রান। জিম্বাবোয়ের হয়ে রায়ান বার্ল তিনটি ও রিচার্ড গারাভা দু’টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক শন উইলিয়ামসন। ওপেনার রেগিস চাকাবভা করেন ৪৮ রান। সিঙ্গাপুরের হয়ে আমজাদ মেহবুব ও জনক প্রকাশ দু’টি করে উইকেট নেন।