ডাম্বুলা: একদিনের ক্রিকেটে তিলকরত্নে দিলশনের শেষ ম্যাচটা ভাল গেল না। অস্ট্রেলিয়ার কাছে দু উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা।

 

দিলশন আগেই ঘোষণা করেছিলেন, চলতি সিরিজের তৃতীয় ম্যাচে খেলেই তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। সেই কারণে এই ম্যাচ ঘিরে বাড়তি আবেগ ছিল। ব্যাট করতে নামার সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাথার উপর ব্যাট তুলে দিলশনকে গার্ড অফ অনার দেন।

 

প্রথমে ব্যাট করে ২২৬ রান করে শ্রীলঙ্কা। দিলশন ৪২ রান করেন। দীনেশ চান্ডিমাল শতরান করেন। জর্জ বেইলির (৭০) ধৈর্যশীল ইনিংসের সুবাদে শ্রীলঙ্কার রান টপকে যায় অস্ট্রেলিয়া।