গল: প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (SL vs PAK 2nd Test) ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা দল। ম্যাচের তৃতীয় দিনের শেষে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে লঙ্কানরা। সৌজন্যে রমেশ মেন্ডিসের বোলিং এবং দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne) ও ধনঞ্জয় ডি সিলভার (Dhananjaya de Silva) ব্যাটিং।


ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ৪০ রানের মধ্যে পাকিস্তানের চার উইকেট ফেলে দিয়ে ইনিংস গুটিয়ে দিতে সক্ষম হয় শ্রীলঙ্কান বোলাররা। আগা সলমন ৬২ রানের লড়াকু ইনিংস খেললেও, শ্রীলঙ্কার ৩৭৮ রানের জবাবে পাকিস্তান ২৩১ রানেই অল আউট হয়ে যায়। রমেশ মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক পাঁচ উইকেট নেন। এটি তার টেস্ট কেরিয়ারের তৃতীয় পাঁচ উইকেট। প্রবথ জয়সূর্য তিন উইকেট নেন।


পাকিস্তানের কামব্যাক


বিশাল রানের লিড পেয়ে শ্রীলঙ্কা বেশ ভাল জায়গাতেই ছিল। তবে দ্বিতীয় সেশনের পর পরই ১১৭ রানে শ্রীলঙ্কার আধা দলকে সাজঘরে ফেরত পাঠিয়ে, ম্যাচে প্রত্যাবর্তন করে পাকিস্তান। নাসিম শাহ পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন। দ্বিতীয় দিনে লঙ্কান অধিনায়ক করুণারত্নে কোমড়ের চোটের জেরে দীর্ঘক্ষণ মাঠের বাইরে ছিলেন। তাই নিয়ম অনুযায়ী তাকে ব্যাটিং অর্ডার ছয় নম্বরের পরেই নামতে হত। ব্যথা নিয়েও তিনিই লঙ্কানদের হয়ে প্রতিরোধ গড়ে তুললেন।


তার ও ধনঞ্জয়ের অপরাজিত ৫৯ রানের পার্টনারশিপের সুবাদেই দিনের শেষে শ্রীলঙ্কা ফের ম্যাচের রাশ নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে। দিনের শেষে তাদের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৬ রান, লিড ৩২৩ রানের। করুণারত্নে ২৭ ও ধনঞ্জয় ৩০ রানে ব্যাট করছেন। করুণারত্নের বদলে এদিন ওপেন করতে নামা নিরোশান ডিকওয়েলা ব্যর্থ। মাত্র ১৫ রান করেন তিনি। তুখোর ফর্মে থাকা দীনেশ চান্দিমলও ২১ রান করেই ফেরেন। শততম টেস্ট ম্যাচ খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউজ এখনও অবধি সর্বোচ্চ ৩৫ রান করেছেন।


ফের রেকর্ড রান তাড়া 


ইতিমধ্যেই বেশ বড় রানের লিড নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। তবে একই মাঠে প্রথম টেস্টের কথা মনে রেখে লঙ্কান অন্তত আরও শ'খানেক রান বোর্ডে যোগ করতে চাইবেন। করুণারত্নে-ধনঞ্জয় খেলে গেলে তা করাটা অসম্ভব কিছু নয়। গত ম্যাচে ইতিহাস তৈরি করে পাকিস্তান টেস্ট জিতেছিল। মনে হচ্ছে এই ম্যাচ জিততেও তাদের আরও এক রেকর্ড রান তাড়া করে জিততে হবে। সমস্যা হল গত ম্যাচের তুলনায় এই ম্যাচের পিচে স্পিন বোলারদের জন্য মদত অনেকটা বেশি। বল বেশ ভাল ঘুরছে। তাই পাকিস্তানের জন্য কাজটা সহজ একেবারেই হবে না। 


আরও পড়ুন: তৃতীয় ম্যাচ জিতে ফের এক রেকর্ড গড়ার হাতছানি ভারতের