লখনউ: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) নিজেদের তৃতীয় ম্য়াচে শক্তিশালী তামিলনাড়ুকে ৪৩ রানের বড় ব্যবধানে পরাজিত করল বাংলা দল। বাংলার হয়ে এদিন ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করলেন তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ব্যাট হাতে ৪২ রান করার পাশাপাশি বল হাতেও তিন উইকেট নেন শাহবাজ। তাঁর পারফরম্যান্সে ভর করেই জয় পেল বাংলা দল। 


পার্টনারশিপ


এদিন টসে জিত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ওপেনার রনজোৎ সিংহ খাইরা মাত্র দুই রানেই সাজঘরে ফেরায় শুরুটা একেবারেই ভাল হয়নি বাংলার। তবে সুদীপ ঘরামিকে সঙ্গী করে বাংলার ইনিংসের হাল ধরেন ঈশ্বরণ। একদিকে সুদীপ আক্রমণাত্মক ব্যাটিং করায় অন্য দিকে খানিকটা ধরেই নিজের ইনিংস গড়েন বাংলা অধিনায়ক। তিনি ৩৬ বলে ৩৮ রান করেন। সুদীপ ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। এদের দুইজনের আউট হওয়ার পর ফের এক ভাল পার্টনারশিপ গড়েন শাহবাজ আহমেদ ও ঋত্বিক রায় চৌধুরী।


পঞ্চম উইকেটে ৪৩ রান যোগ করেন ঋত্বিক-শাহবাজ। ঋত্বিক ব্যক্তিগত ৩২ রান ও শাহবাজ ৪২ করেন। তামিলনাড়ুর হয়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার ওয়াশিংটন সুন্দর। তিনি নিজের নির্ধারিত চার ওভারে ২৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন। একটি উইকেট পান বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনও। বাংলা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬৪ রান করে। ব্যাটে নেমে তামিলনাড়ুও ওপেনার জগদীসনকে অল্প রানেই হারায়। অবশ্য আরেক ওপেনার সাই সুদর্শন ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। বাবা অপাজিরত ১৬ রান করলেও, তা আসে ২০ বলে। 


ব্যর্থ মিডল অর্ডার


তবে তামিলনাড়ুর কাল হয়ে দাঁড়াল মিডল অর্ডার ব্যর্থতা। মাত্র ৬৩ রানের ব্যবধানে নয় উইকেট হারায় তামিলনাড়ু। ফলে ১২১ রানেই শেষ হয়ে যায় অপরাজিতদের লড়াই। ৪৩ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলা। বল হাতে তিন উইকেট নেন শাহবাজ। প্রদীপ্ত প্রামাণিক ও মুকেশ কুমার দুইজনেই দুইটি করে উইকেটনেন। ঋত্বিক চট্টোপাধ্যায় একটি উইকেট নেন। এদিন ব্যাট হাতে তামিলনাড়ুর দুই তারকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর চার, শাহরুখ খান মাত্র এক রান করেন। 


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগেই অজিভূমে পৌঁছলেন মহম্মদ সিরাজ