সিডনি: বল-বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের বাকি সময়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভেন স্মিথ। একইসঙ্গে, সহ-অধিনায়কের পদ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই কথা জানানো হয়েছে।


বল-বিকৃতির ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্মিথ স্বীকার করে নেন, গোটা বিষয়টি জানত টিম ম্যানেজমেন্ট। বলে বিকৃতি ঘটানোর কৌশল পূর্ব-পরিকল্পিত ছিল। এরপরই, স্মিথের অপসারণের দাবি জোরালোভাবে উঠতে শুরু করে।


এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড জানান, দুজনই চলতি ম্যাচে নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি যোগ করেন, স্মিথের জায়গায় চলতি টেস্টে অন্তর্বর্তী অধিনায়ক হবেন টিম পেইন। সাদারল্যান্ড জানান, টেস্ট ম্যাচ যেমন চলছিল তেমনই চলবে। পাশাপাশি, তদন্ত নিজের মতো করে করা হবে।


প্রসঙ্গত, টেলিভিশন ফুটেজে ধরা পড়ে, অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফ্ট পকেট থেকে হলুদ রঙের একটি চিপ-আকৃতির বস্তু বের করে বলের ওপর ঘসছেন।


বিষয়টি আম্পায়ারদের নজরে আসতেই তাঁরা ব্যানক্রফ্টকে জিজ্ঞেস করলে, তিনি স্বীকার করে নেন। ব্যানক্রফ্টের বিরুদ্ধে বল-বিকৃতি ঘটনানোর অভিযোগ দায়ের করা হয়। কিন্তু, দিনের শেষে স্মিথের স্বীকারোক্তি বিষয়টিকে অন্য মাত্রা দেয়।