সিডনি: ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও, ভারত সফরের আগে দলকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেছেন, ভারত সফর অত্যন্ত কঠিন হতে চলেছে। সম্পূর্ণ ভিন্ন জায়গায়, ভিন্ন ধরনের উইকেট খেলতে হবে তাঁদের। সেই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সাফল্যের উপায় খুঁজে বার করতে হবে।


সম্প্রতি এশিয়ায় অস্ট্রেলিয়ার রেকর্ড মোটেই ভাল নয়। ২০০৪ সালের পর এখনও পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই কারণেই বোধহয় পাকিস্তানকে ৩-০ হারানোর পরেও সতর্ক স্মিথ।

পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজে ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্বের মতো তরুণ ব্যাটসম্যানরা নজর কেড়েছেন। তঁদের নিয়ে আশাবাদী হলেও, অনভিজ্ঞতা নিয়ে চিন্তিত স্মিথ। তিনি বলেছেন, ‘নতুন ছেলেরা দলে আসায় একদিক থেকে সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ওদের ভারতে খেলার অভিজ্ঞতা নেই। ফলে আমাদের জন্য কঠিন সিরিজ হতে চলেছে। ভারতের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের খুব ভাল খেলতে হবে। আমাদের দলের জন্য এই সিরিজ বড় চ্যালেঞ্জ। আমরা অনেক কিছু শিখতে পারব।’