নয়াদিল্লি: বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের দিনই মাথায় আকাশ ভেঙে পরে। হঠাৎই আনন্দ বদলে যায় দুঃখে। মেয়ের বিয়ের দিনই স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। স্থগিত হয়ে যায় স্মৃতি ও পলাশের বিয়ে। তবে বিবাহ স্থগিত হয়ে গেলেও প্রতিনিয়তই বারংবার শিরোনামে উঠে আসছেন পলাশ ও স্মৃতি।
স্মৃতির বাবার পরে পলাশ নিজেও হাসপাতালে ভর্তি হন। দুইজনের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। তবে মঙ্গলবার, ২ ডিসেম্বর হঠাৎই ফের একবার তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল ৭ ডিসেম্বর দুইজনে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন। তবে স্মৃতির দাদা শ্রবণ এই সব জল্পনা একেবারে থামিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন এমন কিছুই হচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রবণ জানান, 'আমার তো এইসব জল্পনা নিয়ে কোনও ধারণাই ছিল না। এখনও অবধি যা পরিস্থিতি, তাতে বিয়েটা এখনও স্থগিতই রয়েছে।' তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন যে দুইজনের বিয়ের নতুন কোনও দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
পলাশ ও স্মৃতির বিয়ে ভেঙে যাওয়ার পর দুই তারকার কেউই এথনও মুখ খোলেননি। তবে এরই মধ্যে পলাশের সঙ্গে একাধিক মহিলার না না অন্তরঙ্গ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ঘটনার পর পলাশ প্রথমবার প্রকাশ্যে এসেছেন। স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে ২০২৫ সালের ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল।
স্মৃতি এবং পলাশের বন্ধু, আত্মীয়-স্বজনরা তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। হলুদ, মেহেন্দির পর সঙ্গীত অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাইরাল হচ্ছিল, সবাই খুব খুশি ছিলেন। মান্ধানা এবং পলাশের নাচের ভিডিও সামনে এসেছিল, কিন্তু বিয়ের দিন খবর আসে যে স্মৃতির বাবার শরীর খুবই খারাপ হয়ে গেছে। মান্ধানা সিদ্ধান্ত নেন যে, তাঁর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না।
পলাশ মুচ্ছল ইনদওরের বাসিন্দা। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর তিনি সোমবার প্রথমবার প্রকাশ্যে আসেন। তাঁর বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন এবং বেশ বিষণ্ণ দেখাচ্ছে তাঁকে। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর তাঁর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে, এটি বিয়ের পরের ভিডিও। ভিডিওতে তিনি তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন এবং শরীরী ভাষা একেবারে নিস্তেজ। তাঁর মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি পাপারাজ্জিদের থেকে কার্যত লুকিয়ে চলে যান।