করাচি: চিকিৎসকদের ভুলে পাকিস্তানের প্রতিশ্রুতিমান বাঁ হাতি ব্যাটসম্যান হ্যারিস সোহেলের ক্রিকেটজীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর দুবাইয়ে হ্যারিসের হাঁটু অস্ত্রোপচার হয়। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে হাঁটুর অবস্থা পরীক্ষার জন্য হ্যারিসকে লন্ডনে পাঠিয়েছে পিসিবি। কিন্তু এই ক্রিকেটারের মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন পিসিবি কর্তারা।


গত বছরের মে মাসে শেষবার পাকিস্তানের হয়ে খেলেছিলেন হ্যারিস। তারপর থেকে আর খেলেননি তিনি। যদিও শিয়ালকোটের এই ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছে পিসিবি। মাঠে ফেরার লক্ষ্যে অনুশীলন শুরু করেছিলেন হ্যারিস। তখনই তাঁর হাঁটুতে ফের ব্যথা শুরু হয়। এরপরেই জানা যায়, অস্ত্রোপচার সফল হয়নি।