কলকাতা: এবার বাংলা থেকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন তিন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে আছেন ফুটবলার সুব্রত পাল, বিলিয়ার্ডস খেলোয়াড় সৌরভ কোঠারি এবং টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। সদ্য অলিম্পিকে পরফর্ম করে আসা সৌম্যজিতের দাবি, এবার তাঁর লক্ষ্য কমনওয়েলথ গেমস।

 

আজ সকালে মোবাইল ফোনে ইমেল ঘাঁটতেই অর্জুনের জন্য নাম মনোনীত হওয়ার খবরটা পেলেন সৌম্যজিৎ। তিনি বলেছেন, অর্জুন পুরস্কার পাওয়া স্বপ্ন ছিল। রবিবার বৃষ্টিভেজা সকালে খবর পেতেই আপ্লুত বাংলার এই টেবল টেনিস খেলোয়াড়।

 

রিও থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে কলকাতায় ফিরেছেন কয়েকদিন হয়েছে। এর মধ্যেই সৌম্যজিৎ সেরে ফেলেছেন পরের পরিকল্পনা। সুইডেন নয়, এবার জার্মানিতে ট্রেনিং করতে যাচ্ছেন ভারতের এখন এক নম্বর টেবল টেনিস খেলোয়াড়। অর্জুন পুরস্কার পাওয়ার পর সৌম্যজিতের দাবি, এবার লক্ষ্য পরবর্তী কমনওয়েলথ গেমস এবং টোকিও অলিম্পিকে পদক জয়।

 

সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান হিসেবে লন্ডন অলিম্পিকে গিয়েছিলেন সৌম্যজিৎ। এখন টিটি সার্কিটে অভিজ্ঞ এই খেলোয়াড়ের স্বপ্ন,  আগামী দিনে দুরন্ত পারফর্ম করে খেলরত্ন পুরস্কার জিতে নেওয়া।