বার্মিংহাম: ব্য়াডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) সোনা জয় ব্যাডমিন্টনে (Badminton)। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু।


এদিন প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে আর প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি হায়দরাবাদি তরুণী। ধীরে ধীরে ম্যাচে ছন্দ ফিরে পাচ্ছিলেন। যা বোঝাই যাচ্ছিল। একের পর এক দুরন্ত কাউন্টার, স্ল্যাশের কোনও জবাব ছিল না মিশেলের কাছে। দ্বিতীয় গেমে দ্রুত ১০ পয়েন্ট ছিনিয়ে নেন সিন্ধু। এরপর দ্বিতীয় গেমে ২১-১৩ গেমেই জয় ছিনিয়ে সোনা জিতে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলার। এর আগে সিঙ্গলসে গ্লাসগোতে ব্রোঞ্জ ও গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন সিন্ধু। এর আগে গ্লাসগোতে এই মিশেলের বিরুদ্ধে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিন্ধুর। কিন্তু এরপর থেকে আর মিশেল সিন্ধুকে হারাতে পারেননি। এবার তো একেবারে সোনা জয়ের মঞ্চেই বাজিমাত করলেন হায়দরাবাদি তরুণী।


এই নিয়ে কমনওয়েলথ গেমসে ১৯টি সোনা ঝুলিতে পুরল ভারত। মোট পদকের সংখ্যা হল ৫৬। ভারত রুপো জিতেছে ১৫টি ও ব্রোঞ্জ জিতেছে ২২ টি। এদিকে সিন্ধুর জয়ের সঙ্গে সঙ্গেই নিউজিল্য়ান্ডকে টেক্কা দিয়ে পদক জয়ের নিরিখে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ভারত। 


ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের


অল্পের জন্য সোনার পদক জয় হয়নি। তবে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রথম সংস্করণেই বাজিমাত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ফলে রুপো জিতেছে হরমনপ্রীত বাহিনী। গতকাল ফাইনালে ৯ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে স্মৃতি, জেমিমাদের লড়াই, হরমনপ্রীতের অর্ধশতরান প্রশংসা কুড়িয়েছে সবার। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। মেয়েদের ম্যাচের পর মোদি ট্যুইটে শুভেচ্ছা জানালেন দলকে। 


আরও পড়ুন: 'কমনওয়েলথে ক্রিকেটে প্রথম পদক, সব সময়ই স্পেশাল', হরমনপ্রীতদের বার্তা মোদির