নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি (BCCI President) হিসাবে আরও তিন বছর দায়িত্বে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একই সময়সীমা পর্যন্ত বোর্ড সচিব হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন জয় শাহও (Jay Shah)। ২০১৯ সাল থেকে বোর্ড সভাপতি ও সচিবের দায়িত্ব সামলাচ্ছেন এই দুইজনে। আগের নিয়ম অনুযায়ী গত মাসেই সৌরভদের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের পদে বহাল থাকতে পারবেন সৌরভ ও জয় শাহ।


সৌরভদের পক্ষে রায়


বোর্ডের সভাপতি এবং সচিব পদে বসার আগে যথাক্রমে সিএবি এবং গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়শেনর গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। আগের নিয়ম অনুযায়ী নিজেদের পদ ছাড়তে হত সৌরভদের। তবে বিসিসিআইয়ের সংবিধান সংস্কারের জন্য বোর্ডের তরেফ সুপ্রিম কোর্টে আপিল করা হয়। মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির ডিভিশন বেঞ্চে বোর্ডের মামলার শুনানি শুরু। আজ বুধবার সেই মামলার রায় ঘোষণা হল সৌরভদের পক্ষেই। আগের নিয়ম অনুযায়ী গত মাসেই সৌরভদের মেয়াদ শেষ হয়েছিল। তবে এই রায়ের সুবাদেই আরও তিন বছর সৌরভ, জয় শাহ আরও তিন বছর নিজেদের পদে বহাল থাকতে পারবেন। 


দেশের সর্বোচ্চ আদালত এই মামলার রায়েই জানিয়েছে যে কোনও কর্তা, তা সে বিসিসিআইয়ের দায়িত্বেই থাকুন বা নিজের রাজ্যের বোর্ডের, তিনি পরপর দুই দফায় (তিন বছর করে) দায়িত্বে থাকার পরেই তাঁকে বিরতি নিতে হবে। তার আগে বিরতি নেওয়া বাধ্যতামূলক নয়। কোর্ট নিজের নির্দেশে জানায়, 'এই সংবিধানের সংস্কারের প্রয়োজন রয়েছে। কোনও আধিকারিক বিসিসিআই বা রাজ্য সংস্থাগুলিতে দুই দফায় দায়িত্ব পালন করার পরেই তাদের বাধ্যতামূলকভাবে কিছুটা সময় বোর্ডের থেকে দূরে থাকতে হবে।'


ভারতের বিরুদ্ধে সিরিজে নেই স্টার্করা


২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া (Ind vs Aus T20 series)। সেই সিরিজের জন্য দলও ঘোষণা করে দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তবে দলের তিন তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে অজিদের। মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টোইনিস ও মিচেল মার্শ, তিন অজিই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। 


আরও পড়ুন: এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি বিরাট কোহলির