দুবাই: বুধবারই (১৪ সেপ্টেম্বর) আইসিসির তরফে নতুন টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং (ICC T20I Rankings) প্রকাশিত হয়েছে। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের জেকে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। অপরদিকে, টি-টোয়ন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়েও বড় রকমের বদল ঘটল। 


১৪ ধাপ এগোলেন বিরাট


বিরাট কোহলি সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন। দীর্ঘ দিনের শতরানের খরা কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭১তম শতরানও। এশিয়া কাপে পাঁচ ম্যাচে মোট ২৭৬ রান করেন কোহলি। মহম্মদ রিজওয়ানের পরে তিনিই ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের ব়্যাঙ্কিং একলাফে ১৪ ধাপ এগিয়ে আসলেন প্রাক্তন ভারতীয় তারকা। তিনি বর্তমানে ব়্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছেন। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ের পিছনে বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন দলের তারকা অলরাউন্ডার হাসারাঙ্গাও। টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন হাসারাঙ্গা।


 






 


একে শাকিব


এর সুবাদেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর। টুর্নামেন্টে নয় উইকেট নেওয়া হাসারাঙ্গা বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এসে ছয় নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায়ও উঠে এসেছেন শ্রীলঙ্কান তারকা। তিনি সাত ধাপ এগিয়ে এসে আইসিসির টি-টোয়েন্টি  ব়্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বর রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় অবশ্য এক নম্বরে উঠে এসেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি এশিয়া কাপে চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করেছেন। তাই তাঁকে পিছনে ফেলে এক নম্বর অলরাউন্ডারের স্থানটি দখল করে নিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব।


নাবির রেটিং পয়েন্ট ২৪৬, আর শাকিবের নতুন রেটিং পয়েন্ট ২৪৮। হাসারাঙ্গা বোলারদের তালিকায় জস হ্যাজেলউডের থেকে ১০০ পয়েন্ট পিছিয়ে থাকলেও, অলরাউন্ডার হিসাবে কিন্তু তাঁর রেটিং পয়েন্ট শাকিবদের থেকে খুব কম নয়। অলরাউন্ডার হিসাবে হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ১৮৪। এছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে এসে বর্তমানে ২৩ নম্বরে রয়েছেন কেএল রাহুল। এশিয়া কাপ ফাইনালে ম্যাচ সেরা হওয়া ভানুকা রাজাপক্ষ আবার ৩৪ ধাপ এগিয়ে এসেছেন। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৩৪ নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় রিজওয়ানই এক নম্বরে রয়েছেন। তবে বাবর আজম আরও পিছিয়ে পড়লেন। তিনি দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম উঠে এলেন দুইয়ে। 


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তারকা ত্রয়ী