যুবির প্রত্যাবর্তন: কী বললেন সৌরভ?
উল্লেখ্য, গত বুধবার আচমকাই সীমিত ওভারের দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন ধোনি।এরপর নির্বাচক কমিটি তাঁর জায়গায় কোহলিকে অধিনায়ক ঘোষণা করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোহলিকে অধিনায়ক করার সিদ্ধান্ত সম্পর্কে সিএবি সভাপতি বলেছেন, টেস্টের মতো একদিন ও টি-২০ দলেও কোহলি ধোনি যোগ্য উত্তরসূরী কোহলি। ধোনির মতোই অধিনায়ক হিসেবে কোহলি সফল হবেন বলেও আশা প্রকাশ করেছেন সৌরভ।
সৌরভ বলেছেন, ক্রিকেটের সীমিত ওভারের দুটি ফর্ম্যাটের দলেই যুবরাজের অন্তর্ভূক্তি খুবই ভালো খবর। যুবি রান করবেন এবং সফল হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ ম্যাচের সিরিজে যুবিকে দলে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ওডিআই এবং ৩ টি টি-২০ ম্যাচের সিরিজে ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। ভারতের সীমিত ওভারের দলে নতুন অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি। যদিও গতকালের দল ঘোষণায় সবচেয়ে চমকপ্রদ ব্যাপার যুবরাজ সিংহের প্রত্যাবর্তন। তিন বছর পর একদিনের দলে ফিরলেন যুবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -