আমদাবাদ: একজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক। অন্যজন 'উরি' খ্যাত অভিনেতা। দুজনের দেখা হয়ে গেল আইপিএলের ফাইনালে। গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দিনের অন্যতম সেরা ছবি হয়ে রইল এক ফ্রেমে দুই তারকা।


সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভিকি কৌশল (Vicky Kaushal)। আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুজনই হাজির ছিলেন। জিটি বনাম সিএসকে ফাইনালে। সৌরভের সঙ্গে করমর্দন করতে দেখা যায় ভিকিকে। গ্যালারিতে দুজনে পাশাপাশি বসেও ছিলেন।


সৌরভ ও ভিকিকে একসঙ্গে দেখে শুরু হয়ে গেল জল্পনা। তাহলে কি সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে ভিকিকে?


যে প্রযোজনা সংস্থা সৌরভের বায়োপিক তৈরিতে নামচে, সেই লাভ রঞ্জন ফিল্মস থেকে জানানো হয়েছে যে, চলতি বছরের শেষেই শুরু হয়ে যাবে শ্যুটিংয়ের কাজ। কিন্তু চর্চা চলছে, পর্দার দাদা কে হবেন তা নিয়ে। সৌরভ নিজে চাইছেন রণবীর কপূরকে। কিন্তু ডেট নিয়ে সমস্যা রয়েছে বলেই সূত্রের খবর। হৃতিক রোশনেরও ডেট নিয়ে সমস্যা রয়েছে। তবে সৌরভ বা সিনেমার অন্যতম উদ্যোক্তা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস চান যে, বলিউডের প্রথম সারির কোনও অভিনেতাই সৌরভের ভূমিকায় থাকুন। কোনও কোনও মহল থেকে ভিকির নামও ভাসিয়ে দেওয়া হচ্ছে। উরি হোক বা মাসান সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন ভিকি। তাঁকে সৌরভের ভূমিকায় দেখা যায় কি না, তা নিয়ে রবিবারের পর থেকে জল্পনা আরও বাড়ল।


এদিকে, গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল ফাইনাল রবিবার শুরুই করা গেল না। বৃষ্টিই কাল হল। রবিবার আইপিএল ফাইনালের দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হল না। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর এদিনের খেলা পিছিয়ে দেওয়া হল। সোমবার সন্ধে ৭.৩০ থেকেই শুরু হবে খেলা। যদি বৃষ্টি না হয়, তবে আগামীকাল এই ফাইনাল ম্য়াচ হবে।


আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। আমদাবাদে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বেশ ভালই। তবুও এদিন আশা করা গিয়েছিল যে ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। আর তার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারই খেলা হবে। কিন্তু বৃষ্টি আরও বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হত। কিন্তু মাঠের পরিস্থিতি খেলার অনুপযুক্ত হয়ে গিয়েছিল। আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ আগামীকাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই সহমত পোষণ করেন। কারণ গ্রাউন্ডসম্য়ানদের পক্ষেও এক ঘণ্টার মধ্য়ে মাঠ ম্য়াচ আয়োজনের জন্য প্রস্তুত করা সম্ভব হতো না। তাই সোমবারই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।



আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই