সন্দীপ সরকার, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তার আগে দেশের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া থেকে ট্রফি নিয়ে ফিরতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা? কে হতে পারেন ভারতের গেমচেঞ্জার? ডেথ ওভার বোলিংয়ে কি ধার ফিরবে? বিশ্বকাপের আগে এবিপি আনন্দের ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবিপি লাইভে খোলামেলা আড্ডায় জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে গিয়েও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তারপর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকেও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছেন রোহিত শর্মারা। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলছেন, 'ভারতীয় দল ভাল খেলছে। দ্বিপাক্ষিক সিরিজে খুব ভাল খেলে। আশা করব এবারের বিশ্বকাপে খুব ভাল খেলবে। দল খুব ভাল। এত প্রতিভা এই দলে। বড় টুর্নামেন্টগুলো খোলা মনে খেলতে হবে। চাপমুক্ত হয়ে খেলতে হবে। বাকি সবাইকে তো হারায়। ইংল্যান্ডকে হারায়, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারায়। দল দারুণ। বড় টুর্নামেন্টে ভাল খেলতে হবে।'
সম্প্রতি ভারতের ডেথ বোলিং নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে এশিয়া কাপে ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সৌরভ অবশ্য উদ্বিগ্ন হচ্ছেন না। বরং বলছেন, 'টি-টোয়েন্টি বোলারদের জন্য সহজ নয়। বিশেষ করে উপমহাদেশে। পাটা উইকেটে। ছোট বাউন্ডারি। অস্ট্রেলিয়ার তো একটা ম্যাচে ১৮৭ রান করল। আমরা রান তাড়া করে জিতলাম। ওদেরও বড় বড় বোলাররা মার খেয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ বোলিং সহজ নয়। বিশেষ করে উপমহাদেশের পিচে।'
বিরাট কোহলি হোক বা রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মা থেকে শুরু করে কে এল রাহুল, ভারতীয় ক্রিকেটারদের দাড়ি রাখাই হল জনপ্রিয় স্টাইল স্টেটমেন্ট। যে জোয়ারে গা ভাসিয়েছেন সৌরভও। দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর সময় গোটা শহর ছেয়ে গিয়েছিল একটি সংস্থার বিজ্ঞাপনে সৌরভের ছবিতে। যেখানে নতুন লুকে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে। গালে দাড়ি-সহ। এই লুক কি ধরে রাখবেন? সৌরভ হাসতে হাসতে বলছেন, 'আপাতত কন্টিনিউ করছি। থাক না।'
পুরো সাক্ষাৎকার দেখুন: