বেহালা চৌরাস্তা মেট্রোর নামকরণ হোক সৌরভের নামে, আবদার ফ্যান ক্লাবের
Web Desk, ABP Ananda | 09 Jul 2017 12:48 PM (IST)
কলকাতা: গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৫-তম জন্মদিনে তাঁর ভক্ত, গুণগ্রাহীরা দাবি তুললেন, তাঁর পাড়ায় হতে চলা মেট্রো স্টেশনের নামকরণ করা হোক প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামে। সৌরভ ফ্যান ক্লাবের সদস্যদের বক্তব্য, উনি ভারত অধিনায়ক হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা তাঁর জন্মদিনে উত্সব করি। কিন্তু এবার আমাদের বিশেষ আবদার আছে। বেহালা চৌহালায় যে মেট্রো স্টেশন হচ্ছে, তার নাম হোক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। এটা রেলের প্রকল্প, আমরা তাই রেলমন্ত্রককেই চিঠি দেব, কথা বলব বিজেপি এমপি বাবুল সুপ্রিয়র সঙ্গে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, সৌরভ ইংল্যান্ড, ডেনমার্ক সফর থেকে ফিরে সৌরভ গতকাল ব্যস্ত ছিলেন মুম্বইয়ে। তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর বেহালা চৌরাস্তায় বাড়ির বাইরে। প্রবল উদ্দীপনার মধ্যে কেক কেটে তাঁর দীর্ঘায়ু কামনা করেন ভক্তরা। সৌরভকে শুভেচ্ছা জানান তাঁর খেলোয়াড় জীবনের সতীর্থরাও।