কলকাতা: অতিমারির প্রবল প্রতিরোধের সঙ্গে ক্রমাগত লড়ে গোটা একটা প্রতিযোগিতা আয়োজন। আইপিএল-র শেষলগ্নে এসে গোটা বিশ্ব তাই বাড়তি সমীহ করছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর যাঁর নেতৃত্বে এই অসাধ্যসাধন হয়েছে, তিনি বাঙালির দাদা। বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সাফল্যের সময়ে একটু দেখে নেওয়া যাক ক্রিকেটার সৌরভের সাফল্যের খতিয়ান।


অধিনায়কের গুরুভার নিয়ে যিনি ক্রিকেটবসন্ত এনেছিলেন ভারতীয় ক্রিকেটে, ব্যাটসম্যান হিসেবেও তাঁর কীর্তিও কিন্তু চোখধাঁধানো। ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় শতরান করলে সেক্ষেত্রে ভারত টেস্টে অপরাজিত থেকেছে। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত দেশের হয়ে ১৩১ টেস্টে প্রতিনিধিত্ব করে দাদার ঝুলিতে রয়েছে ১৬টি টেস্ট শতরান। আর যে ষোলোবার সৌরভের তিন অঙ্কের স্কোর, তার কোনও ম্যাচে হারেনি ভারত। ড্র করেছে ১২টি আর জিতেছে ৪টিতে।

ঝলকে দেখে নেওয়া যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট শতরানগুলো ও সেই ম্যাচে ভারতের ফলাফল-

১)  ১৩১, ইংল্যান্ড (১৯৯৬)। ড্র

২) ১৩৬, ইংল্যান্ড (১৯৯৬)। ড্র

৩) ১৪৭, শ্রীলঙ্কা (১৯৯৭)। ড্র

৪) ১০৯, শ্রীলঙ্কা (১৯৯৭)। ড্র

৫) ১৭৩, শ্রীলঙ্কা (১৯৯৭)। ড্র

৬) অপরাজিত ১০১, নিউজিল্যান্ড (১৯৯৯)। ড্র

৭) ১২৫, নিউজিল্যান্ড (১৯৯৯)। ড্র

৮) ১৩৬, জিম্বাবোয়ে (২০০২)। জয়

৯) ১২৮, ইংল্যান্ড (২০০২)। জয়

১০) অপরাজিত ১০০, নিউজিল্যান্ড (২০০৩)। ড্র

১১) ১৪৪, অস্ট্রেলিয়া (২০০৩)। ড্র

১২) ১০১, জিম্বাবোয়ে (২০০৫)। জয়

১৩) ১০০, বাংলাদেশ (২০০৭)। ড্র

১৪) ১০২, পাকিস্তান (২০০৭)। ড্র

১৫) ২৩৯, পাকিস্তান (২০০৭)। ড্র

১৬) ১০২, অস্ট্রেলিয়া (২০০৮)। জয়