নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের টিম কম্বিনেশন সংক্রান্ত সমস্ত সমস্যার যেন হঠাত্ করেই একক সমাধান হয়ে উঠেছেন কেএল রাহুল। দলে দ্বৈতভূমিকা রাহুল নিলে অধিনায়ক বিরাট কোহলির পক্ষে মণীশ পান্ডের মতো একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানো সম্ভব হচ্ছে। এরফলে ব্যাটিং লাইনআপে গভীরতা বাড়ছে এবং সেই সঙ্গে অভিজ্ঞতাও যোগ হচ্ছে।
ওপেনার ও উইকেটরক্ষক হিসেবে রাহুলের পারফরম্যান্সে অধিনায়ক কোহলি ও টিম ম্যানেজমেন্ট এতটাই মুগ্ধ যে, নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ সুস্থ হয়ে ওঠার পরও প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। চলতি মাসের গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল পন্থকে।
দলে নিজের একাধিক ভূমিকা যে তিনি উপভোগ করছেন, তা স্বীকার করেছেন রাহুল। কাঁধের চোটের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধবন। তাঁর জায়গায় এখন ওপেন করছেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ৫২ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল।
অনেকেই বলছেন, ২৭ বছরের কর্নাটকের ব্যাটসম্যান এখন যাতেই হাত দিচ্ছেন, তা সোনা হয়ে যাচ্ছে। সম্প্রতি তাঁর তুখোড় ফর্ম ক্রিকেট মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। কিন্তু এরপরও অনেক বিশেষজ্ঞই মনে করেন যে, পন্থেরই নিয়মিত উইকেটরক্ষক হিসেবে প্রথম একাদশে থাকা উচিত।
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুলের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু পন্থের বদলে তাঁকে দিয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের কাজ চালিয়ে যাওয়া উচিত কিনা, এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ। তিনি বলেছেন, এ বিষয়ে বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েছে। টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক কে এল রাহুলের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেবে।
সৌরভ বলেছেন, রাহুল একদিনের ম্যাচ ও টি ২০-তে খুব ভালো খেলছে। টেস্ট ক্রিকেটে শুরুও খুব ভালো করেছিল। কিন্তু সেখানে গ্রাফ কিছুটা নেমেছে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ও খুবই ভালো খেলছে। আশা করছি, ও এই খেলা চালিয়ে যাবে। কিন্তু আমি যা বলেছি, সব সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
টি ২০ বিশ্বকাপে উইকেটরক্ষকের জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কতে সৌরভ বলেছেন, নির্বাচকরা, বিরাট ও রবি (শাস্ত্রী) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ওরা যেমন ভাববে, তেমনই হবে।
এখন যেমনটা মনে হচ্ছে, তাতে টিম ইন্ডিয়া রাহুলকে ওপেনার ও উইকেটরক্ষক হিসেবেই খেলাবে। পন্থকে বসতে হবে রিজার্ভ বেঞ্চেই। কিন্তু টি ২০ বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। ম্যাচ ফিট থাকতে ও প্রয়োজনের সময় দায়িত্ব নিজের হাতে নিতে পন্থেরও কিছু ম্যাচ খেলা প্রয়োজন।
সেজন্য টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের সিরিজে সিরিজ জয়ের দিকে এগোলে পরের কয়েকটি ম্যাচে পন্থকে খেলোনো হতে পারে।
কেএল রাহুলের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত কোহলি ও টিম ম্যানেজমেন্টের, বললেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2020 06:45 PM (IST)
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের টিম কম্বিনেশন সংক্রান্ত সমস্ত সমস্যার যেন হঠাত্ করেই একক সমাধান হয়ে উঠেছেন কেএল রাহুল। দলে দ্বৈতভূমিকা রাহুল নিলে অধিনায়ক বিরাট কোহলির পক্ষে মণীশ পান্ডের মতো একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানো সম্ভব হচ্ছে। এরফলে ব্যাটিং লাইনআপে গভীরতা বাড়ছে এবং সেই সঙ্গে অভিজ্ঞতাও যোগ হচ্ছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -