নয়াদিল্লি: এ বছরের শেষদিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামার আগে ১৪ দিনের জন্য হোটেলবন্দি হয়ে থাকতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এতদিন কোয়ারেন্টিনে থাকার শর্তে অখুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছেন।
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাটদের। দু’দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে চারটি টেস্ট ম্যাচ হবে। এর আগে ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজ ২-১ ফলে জিতেছিলেন বিরাটরা। এবার তাঁরা বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখার জন্য লড়াই করবেন।
এ বিষয়ে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, ‘আমরা এই সফরের বিষয়টি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা অস্ট্রেলিয়ায় আসছি। আমরা শুধু চাই কোয়ারেন্টিনে থাকার দিন কমানো হোক। কারণ, আমরা চাই না খেলোয়াড়রা অতদূরে গিয়ে দু’সপ্তাহ হোটেলের ঘরে বসে থাকুক। সেটা অত্যন্ত হতাশাজনক ও পীড়াদায়ক। মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাকি সব জায়গায় করোনা ভাইরাস পরিস্থিতি ভাল। তাই আশা করি কোয়ারেন্টিনের সময়সীমা কমানো হবে এবং আমরা ক্রিকেটে ফিরব।’
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রায় এক মাস আগে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। ইংল্যান্ডে পৌঁছনোর পর জেসন হোল্ডারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ভারতীয় ক্রিকেটাররা এতদিন কোয়ারেন্টিনে থাকুন, সেটা চান না সৌরভ।
ভারতীয় দল শেষবার যখন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল, তখন বল-বিকৃতির দায়ে নির্বাসিত ছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। এবার কোনও অঘটন ছাড়া তাঁরা দু’জনেই খেলবেন। ফলে ভারতের লড়াই সহজ হবে না। বিসিসিআই সভাপতিও সেটা জানেন। তিনি বলেছেন, ‘এই সিরিজে কঠিন লড়াই হবে। দু’বছর আগে যে পরিস্থিতি ছিল, এবার সেরকম হবে না। অস্ট্রেলিয়া দল অত্যন্ত শক্তিশালী। তবে আমাদের দলও ভাল। আমাদের ব্যাটিং, বোলিং দুটোই ভাল। আমাদের শুধু ভাল ব্যাটিং করতে হবে। সেরা দলকে বিদেশে ভাল ব্যাটিং করতেই হবে। আমরা যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানে সাফল্য পেয়েছিলাম, তখন টেস্ট ম্যাচে ৪০০-৫০০-৬০০ রান করছিলাম। আমি বিরাটকেও সে কথা বলেছি।’
অস্ট্রেলিয়া দলে এবার স্মিথ-ওয়ার্নার থাকলেও, বিরাটের নেতৃত্বে ভারত সাফল্য পাবে বলেই আশাবাদী সৌরভ। তিনি এ বিষয়ে বলেছেন, ‘বিরাট কোহলি সবসময় খেলার মান উঁচুতে নিয়ে যায়। ও যখন খেলতে নামে, দল নিয়ে মাঠে নামে, তখন আমি টিভিতে খেলা দেখি। আমি শুধু এটাই আশা করি না যে ওরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলবে। আশা করি ওরা জিতবে। তাই বিরাটকে খেলার মান বজায় রাখতে হবে। ওর অধিনায়কত্বে এই সিরিজ মাইলফলক হয়ে থাকবে। বিশ্বকাপের চেয়েও এই সিরিজের গুরুত্ব বেশি।’
এ বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে বলে আগেই ঘোষণা করেছেন সৌরভ। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হওয়াও অনিশ্চিত। এই পরিস্থিতিতে এ বছর আইপিএল কি হবে? বিসিসিআই সভাপতি আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘আমি চাই না আইপিএল ছাড়া এ বছরটা শেষ হোক।’ এ মাসেই হয়তো টি-২০ বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। তার উপরেই আইপিএল-এর ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন সৌরভ।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাটদের! অত্যন্ত হতাশাজনক, মন্তব্য সৌরভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2020 01:00 PM (IST)
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাটদের। দু’দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে চারটি টেস্ট ম্যাচ হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -