কলকাতা: ক্রিকেট প্রশাসনের (BCCI President) পর কি এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)? বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেমনই ইঙ্গিত দিলেন সৌরভ। সেই সঙ্গে তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা উস্কে দিলেন।
বুধবার বিকেলে সৌরভের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে সৌরভ লেখেন, '১৯৯২ থেকে ২০২২, ক্রিকেটে ৩০ বছরের সফর সম্পূর্ণ করে ফেললাম। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, এটা আপনাদের ভালবাসা ও সমর্থন দিয়েছে। এই দীর্ঘ সফরে যাঁরা আমাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন, এবং আজ আমি যেখানে সেখানে পৌঁছতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ'।
এরপরই সৌরভ ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, 'আজ আমি এমন কিছুর পরিকল্পনা করছি যা আমার মনে হয় প্রচুর লোককে সাহায্য করবে। আশা করছি আমার জীবনের এই নতুন অধ্যায়ে যখন প্রবেশ করছি, তখন আপনারা আমাকে সমর্থন করে যাবেন'।
সৌরভের ট্যুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন এটা নিয়ে যে, কীসের ইঙ্গিত দিচ্ছেন সৌরভ? অনেক জায়গায় বলাবলি শুরু হয়ে যায় যে, সৌরভ কি তবে ক্রিকেট প্রশাসন ছাড়তে চলেছেন?
সেই জল্পনা আরও উস্কে দেয় দুটি ঘটনা। এক, সৌরভের ট্যুইটের সময়। তিনি ট্যুইট করেছেন ঠিক সফলভাবে আইপিএল আয়োজন শেষ হওয়ার পর। করোনা আবহে গত দুবার বিদেশে আইপিএল (IPL) করার পর দেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজন প্রশাসক সৌরভের মুকুটে নতুন পালক তো বটেই। আলোচনা শুরু হয় যে, আইপিএলের সাফল্যের পর সরে যেতেই পারেন সৌরভ।
দ্বিতীয়ত, সৌরভের বাড়িতে অমিত শাহর (Amit Shah) নৈশভোজ ও তার পরের দিনই মহারাজের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা। যে ঘটনার রেশ এখনও টাটকা। অনেকেই বলাবলি শুরু করেন যে, সৌরভকে সক্রিয় রাজনীতিতে আনার চেষ্টা বিভিন্ন দল থেকেই করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের সময় তো একবার মনেই হয়েছিল যে, সরাসরি নির্বাচনে দাঁড়াবেন সৌরভ। শারীরিক অসুস্থতার জন্য যা সম্ভব হয়নি। বুধবার সৌরভের পোস্ট দেখে অনেকেই মনে করেন যে, শেষ পর্যন্ত হয়তো রাজনীতিতেই নামছেন মহারাজ। বিশেষ করে তিনি মানুষের উপকারের কথা তাঁর পোস্টে উল্লেখ করায় জল্পনা আরও তীব্র হয়।
শেষ পর্যন্ত কী করবেন সৌরভ? তাঁর দিক থেকেই নিশ্চিত কোনও খবর পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-অনুরাগীরা।
আরও পড়ুন: বোর্ড প্রেসিডেন্ট পদে ইস্তফা নয়, রাজ্যসভাতেও যাচ্ছেন না, ABP LIVE-কে জানাল সৌরভের দফতর