কলকাতা: ইউক্রেনের তরুণীর মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে হতবাক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে জানিয়ে দিলেন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly) লক্ষ্মীর পাঁচালি জানেন।
ইরিনা ইউক্রেনের বাসিন্দা। সম্প্রতি এসেছিলেন দাদাগিরি শোয়ে। যে গেম শো-র সঞ্চালক সৌরভ। অনুষ্ঠানের মঞ্চে শুরুতেই 'এই তো হেথায় কুঞ্জছায়ায়' গেয়ে চমকে দেন ইরিনা। তাঁর বাঙালি স্বামী পেশায় চিকিৎসক। ইউক্রেনে চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। ইরিনা তখন সঙ্গীতের ছাত্রী। সেখানে একটি কনসার্টে পারফর্মও করেন। সেই কনসার্টেই দুজনের আলাপ। তারপর প্রেম। ইউক্রেনেই বিয়ে। এখন ইরিনা থাকেন কলকাতায় শ্বশুরবাড়িতে। শাশুড়ির কাছে শিখেছেন বাঙালি পদ রান্না করা। সেই সঙ্গে শিখেছেন লক্ষ্মীর পাঁচালিও। যা জানতে পেরে সৌরভ ইরিনাকে অনুরোধ করেন লক্ষ্মীর পাঁচালি শোনানোর জন্য। গড়গড় করে বলতে শুরু করেন ইরিনা। শুনে হতবাক হয়ে যান সৌরভ। বাহবা দিয়ে ওঠেন। সেই সঙ্গে সৌরভ বলেন, 'ডোনা ম্যাডামও পারে।'
ইরিনা জানান, তিনি ভারতীয় সংস্কৃতিকে ভালবেসে ফেলেছেন। সৌরভ তাঁর শাড়ির প্রশংসা করেন। সেই সঙ্গে জানতে চান, বাড়িতে কী কী করেন ইরিনা। ইউক্রেনের তরুণী জানান, শাশুড়ির কাছে শিখেছেন নিয়মকানুন, চুল বাঁধা। লক্ষ্মীপুজোও করেন। সৌরভ বলে ওঠেন, 'ওয়ান্ডারফুল।'
কয়েকদিন আগেই সৌরভ জানিয়েছিলেন, একটা সময়ে তাঁর সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের হেড কোচ হওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন। যিনি পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ' ও (লক্ষ্মণ) জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী ছিল। তবে এই মুহূর্তে সেটা হয়নি। পরে নিশ্চয়ই ওর কাছে সুযোগ আসবে এই দায়িত্ব পালনের। ' প্রসঙ্গত এনসিএ-তে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নিযুক্ত করা হয়েছে লক্ষ্মণকে। সৌরভ বলেন, ‘প্রথম থেকেই আমাদের চিন্তায় ছিল রাহুল দ্রাবিড়। আমি এবং জয় শাহ এই বিষয়টিতে একমত ছিলাম। তবে রাহুলকে রাজি করানো ছিল কঠিন কাজ। তার প্রধান কারণ ছিল, এই দায়িত্ব নিলে ৮-৯ মাস পরিবারকে ছেড়ে থাকতে হবে। ওর দু’টো ছোট বাচ্চা রয়েছে। সেই কারণে প্রথম প্রথম ও রাজি হতে চায়নি।'