নয়াদিল্লি: ভারতের ক্রিকেট দলের হেড কোচ হিসেবে প্রাক্তন স্পিনার অনিল কুম্বলেকে নিয়োগ করেছে বিসিসিআই। চার সদস্যের অ্যাডভাইসরি কমিটি কোচ পদে প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিল। ওই চার সদস্যের কমিটিতে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এবং বোর্ডের আহ্বায়ক সঞ্জয় জাগদালে। কোচ পদে ইন্টারভিউ দিয়েছিলেন ভারতের প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেছেন, তাঁর ইন্টারভিউ দেওয়ার সময় উপস্থিত ছিলেন না সৌরভ। উল্লেখ্য, বোর্ডের ওই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য সৌরভ।
গত ২১ জুন কলকাতায় কোচ বাছাইয়ের জন্য ইন্টারভিউ হয়। বিকেল ৫ থেকে ৬টার মধ্যে শাস্ত্রী ইন্টারভিউ দিয়েছিলেন। লক্ষ্মণ ও জাগদালে তাজ বেঙ্গল হোটেলে ছিলেন। সচিন লন্ডন থেকে স্কাইপ-এর মাধ্যমে যোগ দিয়েছিলেন। শাস্ত্রী ব্যাঙ্কক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন।
ওই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেছেন, খুব ভালো মিটিং ছিল। ভিভিএস, সচিন এবং সঞ্জয় বেশ কয়েকটা ভালো প্রশ্ন করেছিলেন। তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিকল্পনার কথা জানান।সৌরভ কোনও প্রশ্ন করেছিলেন কিনা, এই প্রশ্ন করা হলে শাস্ত্রী বলেন, সৌরভ তখন ওখানে ছিলেন না।
সৌরভের অনুপস্থিতি নিয়ে শাস্ত্রী অবশ্য ইন্টারভিউর সময় কোনও প্রশ্ন করেননি বলে জানিয়েছেন।
শাস্ত্রী বলেছেন, হেড কোচ হতে না পেরে তিনি হতাশ। যদিও কুম্বলে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।