হরভজনের এই পোস্টে তাঁর নিজের, সৌরভের ছাড়াও বীরেন্দ্র সহবাগ, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ, জাহির খান, গৌতম গম্ভীর ও আশিস নেহরার ছবি আছে।
গতকাল যুবরাজ যে পোস্ট করেছিলেন, তাতে রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধবন, কে এল রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমারদের দেখা যায়। তাঁদের চেনা কঠিন। কয়েকদিন আগে যুজবেন্দ্র চাহলও এই ধরনের একটি পোস্ট করেন।