যখন কোচ ও আম্পায়ারের দ্বৈত ভূমিকায় সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2017 02:58 PM (IST)
1
চলতি মরশুমে বাংলা শেষ টুর্ণামেন্টে খেলতে যাওয়ার ঠিক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় রীতিমতো চমক নিয়ে হাজির বাংলার অনুশীলনে।
2
আর ক্রমাগত মনোজ তিওয়ারিদের বলে গেলেন ঠিক কী হওয়া উচিত্ আসন্ন টুর্ণামেন্টে তাঁদের গেমপ্ল্যান।
3
টানা ১২ ওভার দাঁড়িয়ে থাকলেন আম্পায়ার যেখানে দাঁড়ান সেখানে। দৌড়ে প্রান্ত বদল করতেও দেখা গেল।
4
আর মাঠে এসে একেবারে কোচ ও আম্পায়ারের দ্বৈত ভূমিকায়।
5
বাংলার ক্রিকেটাররা তখন অনুশীলন করছিলেন বিজয় হাজারে ট্রফির জন্য। হঠাত্ তিনি মাঠে হাজির।