ভলভোগ্রাদ: ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে মিশর। আজ সৌদি আরবের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। তার আগেই খারাপ খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন মিশরের সেরা তারকা মহম্মদ সালাহ। তাঁর অভিযোগ, তাঁকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই তিনি আর জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না।
সালাহর ঘনিষ্ঠ দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বিশ্বকাপ চলাকালীন চেচনিয়ার প্রধান নেতা রমজান কাদিরভের আমন্ত্রণে নৈশভোজে যাওয়া নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ সালাহ। কারণ, কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। এহেন ব্যক্তি নৈশভোজের অনুষ্ঠানে সালাহকে চেচনিয়ার সাম্মানিক নাগরিকত্ব দেন। সালাহ মনে করছেন, তাঁকে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
মিশরের ফুটবল ফেডারেশনের মুখপাত্র ওসামা ইসমাইল অবশ্য দাবি করেছেন, সালাহ কোনও অভিযোগ জানাননি। এই ফুটবলার ট্যুইটারে যা লিখছেন, সেটাই তাঁর বক্তব্য বলে ধরে নিতে হবে।
রাজনীতিতে ব্যবহারের অভিযোগ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন সালাহ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2018 12:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -