আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। দুই ওপেনার ডিন এলগার (৩১) ও ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন। ৮৫ রানের মাথায় এলগারকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তিনিই দক্ষিণ আফ্রিকার ১৪৮ রানের মাথায় মার্করামকেও আউট করেন। অল্পের জন্য শতরান হারান মার্করাম। তিনি ফিরে যাওয়ার পর আমলা ইনিংসের হাল ধরেন। এ বি ডিভিলিয়ার্স (২০), কুইন্টন ডি কক (০) অবশ্য দ্রুত ফিরে যান। দিনের শেষে ক্রিজে দু প্লেসি (২৪) ও কেশব মহারাজ (১০)।
এই ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। প্রথম টেস্টে ১০টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়ার পরেও বাদ পড়েছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে দলে এসেছেন পার্থিব পটেল। ওপেনার শিখর ধবনের বদলে দলে এসেছেন লোকেশ রাহুল এবং পেসার ভুবনেশ্বর কুমারের বদলে দলে এসেছেন ইশান্ত শর্মা। দক্ষিণ আফ্রিকা দলেও একটি বদল হয়েছে। আহত ডেল স্টেইনের বদলে দলে এসেছেন লুঙ্গি এনগিডি। এটাই তাঁর প্রথম টেস্ট ম্যাচ।