কেপটাউন: কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে দুর্দান্ত শতরান হাঁকিয়েন ডেভিড ওয়ার্নার (David Warner)। কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডিন এলগারও। প্রোটিয়া ওপেনার সেঞ্চুরিয়ন টেস্টে একাই ভারতের জয়ের স্বপ্নকে তছনছ করে দিয়েছেন। নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সর্বােচ্চ রান করেছেন এই অভিজ্ঞ বাঁহাতি। ১৮৫ রানের ইনিংস খেল প্রোটিয়া শিবিরকে প্রথম ইনিংসেই যে পরিমাণ লিড এনে দিয়েছিলেন, সেখান থেকে ফেরা আর সম্ভব হয়নি টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। যার জন্য ইনিংস ও ৩২ রানে হারতে হয়ে টিম ইন্ডিয়াকে। 


আগামীকাল থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্টই এলগারের কেরিয়ারের শেষ টেস্ট। আর তাই এই শেষ টেস্টটি স্মরণীয় করে রাখতে চাইছে প্রোটিয়া শিবির। চোট পাওয়া তেম্বা বাভুমার বদলে স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন এলগার প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে বাভুমা ফিরলে শুধু ব্যাটার হিসেবেই নিউল্যান্ডসে খেলতে নামবেন ৩৬ বছরের এলগার।


 অন্যদিকে ভারতীয় দল দ্বিতীয় টেস্টে দলে কিছু বদল আনতে পারে। বোলিং ডিপার্টমেন্ট মূলত চিন্তার বিষয় টিম ম্যানেজমেন্টের জন্য। প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে টেস্টে অভিষেক করেছিলেন। কিন্তু একদমই ভাল পারফরম্যান্স করতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে আবেশ খান ও মুকেশ কুমারের মধ্যে কোনও একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। পাল্লা ভারী বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা মুকেশরই। এছাড়া পুরোপুরি ফিট হয়ে উঠেছেন রবীন্দ্র জাডেজা। তিনি ফিরছেন দ্বিতীয় টেস্টে, এটুকু মোটামুটি নিশ্চিত।


উল্লেখ্য, সিরিজ হার থেকে বাঁচতে বুধবার থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্টে জয় পেতেই হবে। ড্র করলেও সিরিজ হার বাঁচানো যাবে না। এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথম দিনেই নেটে কড়া প্রস্তুতিতে মগ্ন ভারতীয় ক্রিকেট দল।  প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে একমাত্র লড়াই করেছিলেন বিরাট কোহলি। ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কিং কোহলি। নতুন বছরের প্রথম দিনে নেটে একটি বেশিই আগ্রাসী মেজাজে দেখা গেল তাঁকে। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বেশ কয়েকবার ছক্কা হাঁকালেন এগিয়ে এসে। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানেই অনুশীলন সারলেন সবাই। তবে এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা ও যশস্বী জয়সওয়াল। তবে এঁরা প্রত্যেকেই সুপারস্পোর্টস পার্কে হওয়া অপশনাল অনুশীলনে উপস্থিত ছিলেন।