ব্লুমফনটন: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও লজ্জাজনক হার বাংলাদেশের। আজ ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস ও ২৫৪ রানে হার মানলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা। প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে লজ্জা বাড়ল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭৩ রান করে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন ডিন এলগার (১১৩), এইডেন মারক্রাম (১৪৩), হাশিম আমলা (১৩২) ও ফাফ দু প্লেসি (১৩৫)। ১১৮ রানে ৩ উইকেট নেন শুভাশিস রায়। জবাবে প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৭০ রান করেন লিটন দাস। আজ দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ করেন ৪৩ রান। কাগিসো রাবাদা দু’ইনিংস মিলিয়ে ৬৩ রান দিয়ে ১০ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা। সিরিজের সেরা এলগার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানে হার বাংলাদেশের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2017 07:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -