নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশের সামনে বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি কলম্বিয়া। অভিজিৎ সরকারদের তুলনায় চেহারা, অভিজ্ঞতা ও ক্রীড়ানৈপ্যুণ্যে অনেকটাই এগিয়ে কলম্বিয়ার তরুণ ফুটবলাররা। তবে ভারতের কোচ লুইস নর্টন দে মাতোসের দাবি, তাঁর দল কলম্বিয়ার বিরুদ্ধে শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য তৈরি। কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারত।


প্রথম ম্যাচে ভারত যেমন হেরেছে, কলম্বিয়াও তেমনই ঘানার বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছে। তবে বেশি গোল হজম করায় গ্রুপ এ-তে সবার নীচে ভারত। আগামীকাল বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করতে চায় মাতোসের দল। এই ম্যাচের আগে ভারতের কোচ বলেছেন, ‘কলম্বিয়া কঠিন প্রতিপক্ষ। আমাদের আঘাত করার মতো সবরকম অস্ত্র ওদের আছে। আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কলম্বিয়া আমাদের কঠিন শারীরিক লড়াইয়ে ফেলবে। তবে আমরা তৈরি। দল শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করবে।’

এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আগামীকাল জেতা ছাড়া ভারতের আর কোনও উপায় নেই। সেই লক্ষ্যেই দল খেলবে বলে জানিয়েছেন মাতোস। কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেলে ইতিহাস গড়বেন কোমল, ধীরাজরা। সেই আশায় বুক বাঁধছেন ভারতের ফুটবলপ্রেমীরা। কোমল বলেছেন, হার-জিত খেলার অঙ্গ। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল। ডু-অর-ডাই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি তাঁরা। ভারতের অধিনায়ক অমরজিৎ সিংহ বলেছেন, কলম্বিয়ার প্রতি তাঁদের শ্রদ্ধা আছে। তবে আগামীকাল জেতার জন্য সবরকম চেষ্টা করবেন তাঁরা।