জোহানেসবার্গ: চতুর্থ একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করল আইসিসি।
শনিবার, জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার পিছিয়ে শেষ করে এইডেন মার্করামের দল। এর জন্য আইসিসি-র ধারা অনুযায়ী, ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ এবং অধিনায়কের ২০ শতাংশ জরিমানা ধার্য করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। নিয়মানুসারে, আগামী ১২ মাসের মধ্যে যদি একই কাণ্ড ঘটায় মার্করাম-নেতৃত্বাধীন দল, তাহলে তিনি সাসপেন্সনের কোপে পড়তে পারেন।
https://twitter.com/ICC/status/962606837152481280গতকাল, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম জয় পায় প্রোটিয়ারা।