জোহানেসবার্গ: বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে আয়োজিত মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন না দলের দুই তারকা পেসার। অনরিক নোখিয়া (Anrich Nortje) ও সিসান্দা মাগালা (Sisanda Magala)। চোটের জন্য দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
নোখিয়ার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। অন্যদিকে মাগালার বাঁ পায়ের হাঁটুতে চোট। দুজনের পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অ্যান্ডাইল ফেলুকায়ো ও লিজ়াড উইলিয়ামসকে পরিবর্ত হিসাবে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেছেন, 'পঞ্চাশ ওভারের বিশ্বকাপ থেকে নোখিয়া ও সিসান্দার ছিটকে যাওয়াটা ভীষণ হতাশাজনক। ছিটকে যাওয়াটা ওদের কাছে কতটা বেদনাদায়ক, সেটা বুঝতে পারছি। ওদের ফিট হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় সবরকম সাহায্য় করা হবে।'
তিনি আরও বলেছেন, 'আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ এসেছে অ্যান্ডইল এবং লিজ়াডের কাছে। দু’জনেই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েও ভাল খেলেছে। ওদের দক্ষতা এবং প্রতিভার কথা ভেবেই বিশ্বকাপের ১৫ জনের দলে নেওয়া হয়েছে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন নোখিয়া ও মাগালা। তবে দুই পেসার পাঁচ ম্যাচের সিরিজের মাত্র ১টি করে ম্যাচে মাঠে নামেন। নোখিয়া ৫ ওভার বল করে ৫৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি। মাগালা ৪ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন।
আরও পড়ুন: ট্রেনের মধ্যে নাচ রণবীর-ধনশ্রীর, মুক্তির দিনই ঝড় তুলল দিল জশন বোলে...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন