চেমসফোর্ড: আসন্ন ২০২৩ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্য়ান্ডের মধ্যে হওয়া প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল প্রোটিয়া শিবির। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচই জিততে হত আইরিশদের। তবেই একমাত্র সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারত আয়ারল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই সম্ভাবনা এবার শেষ হয়ে গেল। বিশ্বকাপের সুপার লিগে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮। আয়ারল্যান্ডের পয়েন্ট ছিল ৬৮। তারা বাংলাদেশকে ৩-০ ফলে হারালে তাদেরও পয়েন্ট হত ৯৮। কিন্তু খেলা ভেস্তে যাওয়ায় দু’দলই ৫ পয়েন্ট করে পেল। অর্থাৎ, বাকি দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৯৩ পয়েন্ট হবে তাদের। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলা ছাড়া কোনও পথ খোলা নেই আয়ারল্যান্ডের সামনে। 


মোট আটটি দল সরাসরি এবারের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তার মধ্যে সবার শেষ দল হিসেবে মূলপর্বে চলে গেল দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৬১ ও নাজমুল হাসান শান্ত ৪৪ রান করেন। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্য়াটিং শুরু করেছিল আইরিশরা। কিন্তু তাঁদের ইনিংসের ১৬.৩ ওভার চলছিল তখন, তখনই বৃষ্টি নামে। আয়ারল্যান্ডের স্কোর ছিল তখন ৬৫/৩। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। 


ভারতের প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে?


আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ (World Cup 2023)। ভারতের মাটিতে এবার বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর দেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে হয়ত অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আপাতত যা খবর, তাতে আগামী ১৫ অক্টোবর, রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। 


আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মুখোমুখি হতে চলেছে ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড। ২০১৯ বিশ্বকাপের ২ ফাইনালিস্ট। সেবার সুপার ওভারে কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অইন মর্গ্যানের দল। অন্যদিকে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফাইনাল ম্যাচ।


বিশ্বকাপ এবার মোট ১২টি ভেনুতে আয়োজিত হতে চলেছে। তার মধ্যে রয়েছে আমদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি, রাজকোট, রায়পুর, মুম্বই।