ভাস্কর মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, বড়ঞা: বহরমপুরের পর এবার বড়ঞা। মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে এবার সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বক্স। উঠল স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও। গতকাল বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু ৪-৫টি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। কল্যাণপুর ১ ও ২ ব্লকের ভোটাভুটিতে, ছাপ্পা ভোটের অভিযোগে পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে যায়। জজান ব্লকে আবার ভোটার লিস্টে নাম না থাকার অভিযোগ তোলে একপক্ষ। এরপরই ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়। একই দৃশ্য ধরা পড়ে পাঁচথুপি, ভরতপুর, কুলি ব্লকের ভোটাভুটির সময়েও। যদিও এরপর ফের শৃঙ্খলা রক্ষার বার্তা দেন অভিষেক। সেই সঙ্গে তিনি আরও বলেন, ২০২১-এ দলে অনেক বেনোজল ঢুকে পড়েছিল। নবজোয়ার যাত্রায় সেই আবর্জনা ভেসে যাবে।
বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অন্যদিকে, সায়েন্স সিটিতে অমিত শাহের অনুষ্ঠান শুরুর আগে পাস নিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা। বীরভূমে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'নবজোয়ার' কর্মসূচির শুরুর দিনেই তুমুল বিশৃঙ্খলা।
ব্যালট বিশৃঙ্খলার ছবির পুনরাবৃত্তি দেখা গেল বীরভূমেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরই মুরারইয়ের চাতরা হাইস্কুল মাঠে কর্মীদের মধ্যে শুরু হল তুমুল হাতাহাতি। ব্যালট বক্স তুলে নিয়ে পালাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটতে হল পুলিশকে। নবজোয়ার কর্মসূচির শুরুর দিন থেকেই বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, এরপর,
অনুব্রতহীন বীরভূমে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আলাদা নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানেও প্রার্থী বাছাই ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি।
সোমবার রাতে বড়ঞায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটির সময় সংঘর্ষে জড়াতে দেখা যায় তৃণমূলের দুই গোষ্ঠীকে।ক্যাম্পের বাইরে তুলে ফেলে দেওয়া হল ব্যালট বক্স।
তার আগে কোচবিহারের গোসানিমারিতে ছিঁড়ে কুচিয়ে ফেলে দেওয়া হয় ব্য়ালট পেপার। ভেঙে দেওয়া হয় গোটা ব্য়ালট বক্সই! এরপর সাহেবগঞ্জেও সামনে আসে ব্যালট বিশৃঙ্খলার ছবি।
জলপাইগুড়ির রাজগঞ্জেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এরপর উত্তর দিনাজপুরের করণদিঘিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা শেষে মিনিট দশেক ধরে নেতা-কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতির ছবিও সামনে এসেছে। এই নিয়ে বারবার কড়া বার্তাও দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।
কিন্তু, অভিষেকের এই বার্তার পরও নানা জায়গায় কোনওভাবেই থামছে না ব্যালট ঘিরে বিশৃঙ্খলা। একদিকে তৃণমূলের কর্মসূচিতে যখন এই ছবি, তখন মঙ্গলবারই সায়েন্স সিটি অডিটরিয়ামে অমিত শাহর অনুষ্ঠানের আগেই, পাস নিয়ে বাধল হাতাহাতি। পাসের জন্য় ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা। মঙ্গলবার সায়েন্স সিটিতে অমিত শাহর দুটো অনুষ্ঠান ছিল।
এর মধ্য়ে সায়েন্স সিটি অডিটরিয়ামের অনুষ্ঠানের উদ্য়োক্তা 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন। যার সভাপতি পদে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। এই অনুষ্ঠানের জন্য় বিশেষ পাসের ব্য়বস্থা করা হয়েছিল। অমিত শাহ অডিটরিয়ামে পৌঁছনোর আগে, সেই পাস নিয়েই দর্শকদের মধ্য়ে হাতাহাতি বেধে যায়! যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।