লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের শুরুটা দুর্দান্তভাবে করল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি-তে শনিবার শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারিয়ে দিল এবি ডিভিলিয়ার্সের দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২০৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।


এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থরঙ্গা। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। হাশিম আমলার শতরান (১০৩) এবং ফাফ দু প্লেসির ৭৫ রানের সুবাদে বড় রান করে দক্ষিণ আফ্রিকা।

৩০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটসম্যান নিরোশন ডিকওয়েলা (৪১) ও থরঙ্গা (৫৭)। তবে এরপর কুশল পেরেরা (অপরাজিত ৪৪) ছাড়া আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ইমরান তাহির ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা।