নয়াদিল্লি: আইপিএলের শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফিরছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। আসন্ন সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি প্লাস হটস্টারে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একাধির রোমাঞ্চকর ডুয়েল দেখতে চলেছেন ২ দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা। এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন সিরিজে যে ৫টি সেরা ডুয়েল দেখা যেতে পারে - 


ঋষভ পন্থ বনাম আনরিখ নোখিয়া


আসন্ন টি-টোয়েন্টি সিরিজে আমনে সামনে হতে দেখা যাবে ঋষভ পন্থ ও আনরিখ নোখিয়াকে। ২ জনেই আইপিএলে একই দলে খেলেন। পন্থের নেতৃত্বে খেলেন নোখিয়া। আইপিএলে ব্যাট হাতে ১৫১ স্ট্রাইক রেটে ৩৪০ রান করেছেন তরুণ উইকেট কিপার ব্য়াটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলের মিডল অর্ডারে অন্যতম ভরসা পন্থই। তবে দেখা যে নোখিয়ার পেসের সামনে কতটা সাবলীল ব্যাট করতে পারেন তিনি। নোখিয়া চোট সারিয়ে আইপিএলে ফিরলেও নিজের সেরা ফর্মে ছিলেন না। তবে দেশের জার্সিত তিনি জ্বলে উঠলে যে ভারতীয়  ব্যাটারদের চাপ বাড়বে, তা বলাই বাহুল্য। আইপিএলে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন নোখিয়া। 


কে এল রাহুল বনাম কাগিসো রাবাডা


একজন ভারতীয় দলের অধিনায়ক ও সেরা ব্যাটার। দ্বিতীয়জন প্রতিপক্ষ শিবিরের প্রধান বোলার। গত আইপিএলে দুর্দান্ত কেটেছে কে এল রাহুল ও কাগিসো রাবাডার জন্য। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক রাহুল ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৫.৩৮। অন্যদিকে রাবাডা ১৩ ম্যাচে ঝুলিতে পুরেছেন ২৩ উইকেট। পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছতে না পারলেও বল হাতে অনবদ্য ছিলেন রাবাডা। ইকনমি ৮.৪৬। ওপেনিংয়ে নামবেন রাহুল। উল্টোদিকে নতুন বলে রাবাডা বরাবরই ভয়ঙ্কর। ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার সবরকম অস্ত্রই মজুত আছে প্রোটিয়া পেসারের ভাণ্ডারে। রাহুল-রাবাডা দ্বৈরথ আলাতা মাত্রা যোগ করবেই সিরিজে।


কুইন্টন ডি কক বনাম ভুবনেশ্বর কুমার


লখনউ সুপারজায়ান্টস শিবিরে রাহুলের পাশাপাশি কুইন্টন ডি কক ছিলেন ব্যাটিং বিভাগের অন্যতম তারকা ব্যাটার। টুর্নামেন্টে ৫০৮ রান করেছিলেন ১৪৮ স্ট্রাইক রেটে। উপমহাদেশের উইকেটে স্লোয়ার ও সুইংয়ের সামনে বিপদে পড়তে পারেন ডি কক। ভুবনেশ্বর কুমার তাই ডি ককের সামনে কাঁটা হয়ে উঠতে পারেন। আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ১২ উইকেট নিলেও ইকনমি ছিল তাঁর ৭.৩৪। ২ দিকেই সুইং করানোর জন্য বিখ্যাত ভুবনেশ্বর। নতুন বলে প্রোটিয়া ওপেনার ডি কককে ফেরানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ এই ডানহাতি বোলারের ওপর।


টেম্বা বাভুমা বনাম যুজবেন্দ্র চাহাল


দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। সচরাচর তিন অথবা চার নম্বরে ব্যাট করতে নামেন বাভুমা। তাই বাভুমাকে আটকানোর দায়িত্ব থাকবে মূলত চাহালের ওপর। স্পিনটাও ভালই খেলেন প্রোটিয়া অধিনায়ক। তবে আইপিএলে পার্পল ক্যাপ জয়ী চাহালের আত্মবিশ্বাস নিঃসন্দেহে তুঙ্গে রয়েছে। ১৭ ম্যাচে মোট ২৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। সেই ধারবাহিকতাই ধরে রাখতে চাইবেন হরিয়ানার স্পিনার। 



ডেভিড মিলার বনাম হর্ষল পটেল


গুজরাত টাইটান্সের এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেক বড় অবদান রয়েছে ডেভিড মিলারের। ফিনিশার ও হার্ড হিটার হিসেবেই বেশি পরিচিত মিলার। ৬৮-র ওপর গড়ে ৪৮১ রান ঝুলিতে পুরে নিয়েছিলেন মিলার শেষ আইপিএলে। স্ট্রাইক রেট ছিল ১৪২। ডেথ ওভার স্পেশালিস্ট হর্ষ পটেলের সঙ্গে মিলারের লড়াই আসন্ন সিরিজে বেশ জমজমাট হবে। আইপিএলে ১৯ উইকেট নিয়েছিলেন আরসিবির এই পেসার। কিলার-মিলারকে আটকানোর দায়িত্বও থাকবে তাঁর ওপরই।